ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আড়াইহাজার করেসপন্ডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৪:৩৪ পিএম, ১৮ মার্চ ২০২০ বুধবার

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ ১৫ পিস ইয়াবাসহ জাকির হোসেন (২৫) নামে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। ১৭ মার্চ মঙ্গলবার রাতে তার নিজ এলাকা ব্রাহ্মন্দী ইউনিয়নের সুলপান্দি থেকে তাকে গ্রেফতার করা হয়েছ।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত জাকির ওই এলাকার সেরাজউদ্দীনের ছেলে। গ্রেফতারকৃত জাকির হোসেন দীর্ঘ দিন যাবত এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।