News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

মহাসড়ক অবরোধের একঘন্টা পর সড়ক ছাড়লো এনসিপি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ০৭:৫৯ পিএম মহাসড়ক অবরোধের একঘন্টা পর সড়ক ছাড়লো এনসিপি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক পথসভায় দলটির নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড অবরোধে নেমেছিল নারায়ণগঞ্জ এনসিপি'র স্থানীয় নেতাকর্মীরা। বর্তমানে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। 

বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন শুরু করেন। পরবর্তীতে একঘন্টা মহাসড়ক বন্ধ করে অবস্থান করলেও  বিকেল ৬টার সময়ে মহাসড়ক থেকে সরে যান বিক্ষোভকারীরা।

তবে,বর্তমানে তারা মহাসড়কের পাশে অবস্থান করে বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন।   

দেখা গেছে, বিকেল ৫ টার সময়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম-সদস্য সচিব অ্যাডভোকেট আবুল্লাহ আল আমিনের নেতৃত্ব প্রায় দেড়শো নেতৃবৃন্দ উপস্থিত হয়ে মহাসড়কের উভয় লেন বন্ধ করে দেন। তাদের বিক্ষোভের ফলে সড়কজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছিল। একপর্যায়ে নেতৃবৃন্দরা একঘন্টা পর সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে কর্মসূচি প্রত্যাহার করে নেন। 

জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হান বলেছেন, আমরা জনদুর্ভোগের বিবেচনায় মহাসড়ক ছাড়লেও আমাদের সড়কের পাশে আমাদের অবস্থান কর্মসূচি চলমান থাকবে। 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সদস্য সচিব অ্যাডভোকেট আবুল্লাহ আল আমিন জাগো নিউজকে বলেন, গোপালগঞ্জে যে বর্বর হামলা চালানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। যারা জুলাই গণঅভ্যুথানে নেতৃত্ব দিয়েছেন প্রশাসন যদি তাদের নিরাপত্তা না দিতে পারে তাহলে আমরা ছাত্র-জনতাই এই দায়িত্ব কাধে তুলে নিবো। গোপালগঞ্জ বাংলাদেশের বাহিরের কোন জেলা না। বাংলাদেশ যদি আমরা ফ্যাসিস্টমুক্ত করতে পারি তাহলে গোপালগঞ্জও ফ্যাসিস্টমুক্ত করতে পারব। গোপালগঞ্জের পরিস্থিতি আরো অবনতি ঘটলে আমরা সেখানে লং মার্চের ঘোষণা দিবো।  

Islam's Group