নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস’। এ উপলক্ষ্যে বুধবার ১৬ জুলাই বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, জুলাই শহীদদের স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ। সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও জানান, শহীদদের স্মৃতিকে ধরে রাখতে নারায়ণগঞ্জে ইতোমধ্যে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। পাশাপাশি, শহীদদের কবরগুলো একক নকশায় সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। আলোচনা সভায় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতও করা হয়।
সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলমগীর হোসাইন, সিভিল সার্জন ডা. এ এফ এম মশিউর রহমান, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর নেতা মাওলানা মাঈনুদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব, ইসলামী আন্দোলনের নেতা মাসুম বিল্লাহ, গণসংহতি আন্দোলনের তরিকুল সুজন, শহীদ পরিবারের সদস্যরা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
পুলিশ সুপার বলেন, জুলাইয়ের মামলাগুলো শেষ পর্যায়ে রয়েছে। বাদীদের নিরাপত্তা দিতে আমরা প্রস্তুত। কেউ যেন ভয় না পান।
শহীদ আদিলের বাবা আবুল কালাম আবেগ ধরে রাখতে না পেরে বলেন, আমার ছেলে গোল্ডেন এ+ পেয়ে শহীদ হয়েছিল। তার স্বপ্ন ছিল দেশের জন্য কিছু করার। আমি চাই, শহীদদের কবরগুলো সংরক্ষণ করা হোক এবং তাদের জাতীয় বীর ঘোষণা দেওয়া হোক।
আপনার মতামত লিখুন :