News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

চুরির টাকা ভাগাভাগি দ্বন্দ্বে খুনের ঘটনায় মামলা, ৩ জন গ্রেফতার 


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ০৩:৩১ পিএম চুরির টাকা ভাগাভাগি দ্বন্দ্বে খুনের ঘটনায় মামলা, ৩ জন গ্রেফতার 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চুরির টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জের ধরে মাকসুদুল হাসান জনি (২৯) নামে এক যুবককে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দিনগত রাতে নিহত জনির পিতা শুকুর আলী বাদী হয়ে সাতজনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলাটি দায়ের করেন। এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি।  গ্রেফতারকৃতরা হলেন, জাহাঙ্গীর আলম, নৈশ প্রহরী আলমগীর হোসেন ও আকাশ। এর মধ্যে প্রধান আসামী জাহাঙ্গীর আলমকে সিদ্ধিরগঞ্জের বাগমারা এলাকা থেকে র‍্যাব-১১ এর একটি টিম গ্রেফতার করে। গ্রেফতারকৃত জাহাঙ্গীর বাগমারা এলাকার আব্দুল মোমিনের পুত্র।
শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, নিহত জনির বাবা শুক্কুর আলী বাদী হয়ে সাতজনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুইজনকে গ্রেফতার করে এবং একজনকে র‍্যাব সদস্যরা গ্রেফতার করে থানায় সোপর্দ করে। গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য শুক্রবার (১৮ জুলাই) দুপুরে নাসিক সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ডের নিমাইকাশারী এলাকা থেকে মাকসুদুল হাসান জনি (২৯)  এর লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানান, নিহত জনিসহ কয়েকজনের একটি দল নিমাইকাশারী ও আশেপাশে এলাকায় চুরি ছিনতাই করে আসছিল। গত ১৪ জুলাই রাত দুই টার দিকে চুরির টাকা ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। এক পর্যায়ে কয়েকজন মিলে জনিকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে তাকওয়া টাওয়ার নামক নির্মাণাধীন দুতলা ভবনের লিফটের গর্তের ভেতর জমা পানিতে দেয়। 

Islam's Group