News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

সিদ্ধিরগঞ্জের ইউনিটি হাসপাতালে ভোক্তার অভিযান, অর্থ দন্ড


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ০৫:০৪ পিএম সিদ্ধিরগঞ্জের ইউনিটি হাসপাতালে ভোক্তার অভিযান, অর্থ দন্ড

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের 'ইউনিটি'  হসপিটালের ফার্মেসিতে অভিযান পরিচালিনা করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

এসময় নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত আদায়ের অপরাধে ফার্মেসিটিকে ৪০ হাজার টাকা অর্থ দন্ড আরোপ করে আদায় করা হয়েছে। 

আজ শনিবার (১৯ জুলাই) সানারপাড়ে অবস্থিত এই হাসপাতালের ফার্মেসিতে অভিযান পরিচালিত হয়েছে। 

নারায়ণগঞ্জ জেলা জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক অভিযানের নেতৃত্ব দিয়েছেন। 

জানা গেছে, ফার্মেসি প্রতিষ্ঠানটি Nebulizer Mask এর এমআরপি মূল্য ৬৫ টাকা থাকা সত্বেও কর্তৃপক্ষ ১২০ টাকা দরে বিক্রয় করে যাচ্ছিল। এছাড়াও Z-LIDOCAINE Plus যা স্থানীয়ভাবে কার্যকরী অনুভূতিনাশক (Local Anesthetic)হিসেবে ব্যবহৃত হয় সেটির সঠিক মূল্য মার্কার দিয়ে মুছে কৃত্রিম সংকট সৃষ্টি করে অধিক মূল্যে বিক্রয় করা হচ্ছিল। 

অভিযানে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরকে পুলিশ সহযোগিতা করেছেন।

Islam's Group