জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জে ৬ বছর বয়সী শিশু রিয়া গোপসহ সকল শিশু হত্যার দ্রæত বিচার ও ফাঁসির দাবিতে নারায়ণগঞ্জে ইসলামী ছাত্র মজলিসের শিশু-কিশোর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৯ জুলাই বিকাল সাড়ে পাঁচটায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ইসলামী ছাত্র মজলিসের মহানগর শাখার আয়োজনে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে শিশু কিশোরেরা- জুলাই গণ-অভ্যুত্থানে বাসার ছাদে গুলিতে নিহত ৬ বছর বয়সী রিয়া গোপ, ৪ বছর বয়সী আব্দুল আহাদ সহ আন্দোলনের শহীদ বিভিন্ন শিশু-কিশোরদের ছবি ও বিচারের দাবিতে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানায়।
ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে এমপি প্রার্থী এবিএম সিরাজুল মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, মহানগর সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী ইলিয়াস আহমদ, ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের সদস্য মুফতী শেখ শাব্বীর আহমাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, জাতীয় শিশু কিশোর সংগঠন অংকুরের সহকারী পরিচালক শরীফ মিয়াজী, খেলাফত মজলিসের সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদুল্লাহ জিসান, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, ছাত্র মজলিসের কেন্দ্রীয় জোন সদস্য তৌফিক বিন হারিছ, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সেক্রেটারি আনাস আহমদ ও ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান মিরাজ।
আপনার মতামত লিখুন :