News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২

তোলারাম কলেজে ছাত্রদলের তোপের মুখে চলে গেলেন বিকেএমইএ সভাপতি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৫, ০৪:০৭ পিএম তোলারাম কলেজে ছাত্রদলের তোপের মুখে চলে গেলেন বিকেএমইএ সভাপতি

শেখ হাসিনা ও ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে নীট গার্মেন্টস ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিকেএমইএ এর সভাপতি মোহাম্মদ হাতেমকে সরকারি তোলারাম কলেজের একটি উদ্যোক্তা সম্মেলন থেকে বের করে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদলের উত্তেজিত নেতাকর্মীদের তোপের মুখে অনুষ্ঠান থেকে বেরিয়ে যেতে বাধ্য হোন তিনি। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা পুরো উদ্যোক্ত সম্মেলনটিই বন্ধ করে দেন।

মঙ্গলবার ১১ নভেম্বর দুপুর ১টায় সরকারি তোলারাম কলেজে এ ঘটনা ঘটে।

দেশের তরুণ প্রজন্মকে উদ্যোক্ত হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) এর উদ্যোগে নারায়ণগঞ্জের বিশ্ববিদ্যালয় ও কলেজ গুলোত অধ্যয়নরত পাস কোর্স, অর্নাস, মাস্টার্স এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে উদ্যোক্তা সম্মেলন-২০২৫ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে একজন ব্যবসায়ী নেতা হিসেবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএমইএ এ সভাপতি মোহাম্মদ হাতেম।

অতিথি হিসেবে মোহাম্মদ হাতেম তার বক্তব্য শেষ করলে সর্বশেষ বক্তব্য দিতে আসেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) এর প্রেসিডেন্ট মুহাম্মদ শহীদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য চলাকালীন সময়ে অনুষ্ঠানের হল রুমে এসে প্রবেশ করেন তোলারাম কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দরা।

Islam's Group