নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা, সমাজসেবক ও প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুলের উদ্যোগে নারায়ণগঞ্জ ৩'শ শয্যা হাসাপাতাল পরিস্কার, সৌন্দর্য বর্ধন, মশক নিধন এবং ড্রেন পরিষ্কার কর্মসুচি অব্যাহত রয়েছে। ১২ নভেম্বর হাসপাতালের বাহিরে ড্রেনগুলো পরিস্কার পরিচ্ছন্নতা করা হয়েছে। দীর্ঘ সময়ে ধরে পরিস্কার পরিচ্ছন্নতা না করায় ভয়াবহ আবজনা উত্তোলন করেন বাবুলের নিয়োগকৃত পরিচ্ছন্ন কর্মীরা।
এ সময় প্রাইম ওয়াশিং প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ সোহেল জানান, আবু জাফর আহমেদ বাবুলের নির্দেশে খানপুরস্থ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ভিতরে ও বাহিরে বিভিন্ন স্থানে ময়লা পরিষ্কার করে ফুলের গাছ, ঔষধি গাছ ও পাতাবাহার গাছ রোপন করা হয়েছে। এবং ডেঙ্গু প্রতিরোধে হাসপাতালের ড্রেন ও তার বাহিরের যে সংযোগ ড্রেন সেটি পরিষ্কার করে মশক নিধন ঔষধ ছিটানো হয়। হাসপাতালের নতুন ভবনের পিছনে সামনে অনেক ময়লা-আবর্জনা রয়েছে যা থেকে বিভিন্ন রোগের উৎপত্তি হয়। সেটা গত ২৬ অক্টোবর থেকে পরিস্কার পরিচ্ছন্নতা করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে আপনারা দেখেছেন আমরা জনসচেতনার লক্ষ্যে লিফলেট বিতরণ করেছি। সেই সাথে হাসপাতালের পানি যাওয়ার ড্রেন ও হাসপাতালের বাইরে ঘেষা যে সংযোগ দিন রয়েছে তা সম্পূর্ণ ভরে গেছে। সেই ড্রেন আমরা পরিষ্কার করে সেখান থেকে ময়লা উঠিয়ে মশক নিধন ঔষধ ছিটিয়েছি যাতে করে ডেঙ্গুর জন্ম না নিতে পারে।
তিনি আরও বলেন, হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন করে যে খালি জায়গা রয়েছে সেখানে আজকে বিভিন্ন পাতাবাহার, ঔষধি গাছ, এবং সৌন্দর্যের জন্য ফুল গাছ লাগিয়েছি, শুধু আজকে নয় আমরা পুরো হাসপাতালের যেখানে খালি জায়গা রয়েছে কেউ যাতে ময়লা না ফেলতে পারে সে ব্যবস্থা করছি এবং সেখানেও সৌন্দর্য বর্ধনের জন্য লাগাবো। মানুষের সেবাই আমাদের মূল লক্ষ্য আমার আগের থেকেই সেবা করে আসছি মরার আগ পর্যন্ত করে যাব।








































আপনার মতামত লিখুন :