নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেনের বদলির আদেশ স্থগিত চেয়ে নগর ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে দেখা গেছে তোলারাম কলেজ ছাত্রদলের সভাপতি মনির হোসেন জিয়াকে। এ সময় ছাত্রদলের আরো বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
১১ নভেম্বর মঙ্গলবার সকালে শহরের নিতাইগঞ্জ এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নাসিকের যানজট নিরসনকর্মীরাও উপস্থিত ছিলেন।
তবে সরকারি কর্মকর্তার বদলির আদেশ স্থগিত চেয়ে আয়োজিত মানববন্ধনে কি কারণে ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলো তা নিয়ে কৌতুহল তৈরি হয়েছে সবার মাঝে।
প্রশ্ন উঠছে নাসিকের বর্তমান নির্বাহী কর্মকর্তাা না হলে ছাত্রদল নেতারা সিটি করপোরেশন থেকে কোনো বিশেষ সুবিধা পাবেন কিনা, বা অতীতে সিইও এর কাছ থেকে সুবিধা নিয়েছেন কিনা? অন্যদিকে সিইও নিজেই তার বদলির আদেশ ঠেকাতে ঘনিষ্ঠলোকজন দিয়ে মানববন্ধন করিয়েছেন বলেও নাসিকের একটি সূত্রে জানা গেছে।
এদিকে ছাত্রদল নেতা জিয়া যেদিন নাসিকের সিইও বদলি পত্যাহার চেয়ে মানববন্ধন করেন সেদিনই তোলারাম কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে আসা বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেমকে স্বৈরাচারের দোষর আখ্যা দিয়ে তাকে অনুষ্ঠানে লাঞ্চিত করেন জিয়াসহ ছাত্রদলের নেতাকর্মীরা। এবং হাতেমকে সেখান থেকে বের হয়ে যেতে বলেন।
জানা গেছে, নাসিকের সিইও জাকির হোসেন ২০১৮ সালে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার নির্বাহী অফিসার ছিলেন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের বিতর্কিত সংসদ নির্বাচনে তিনি ফরিদপুরে সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন।
২০২৩ সাল থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছেন মোহাম্মদ জাকির হোসেন। সম্প্রতি তাকে এখান থেকে বদলি করে নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব হিসেবে যোগদান করার নিদের্শ দিয়ে প্রজ্ঞাপন দিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়। কন্তু বদলির আদেশ পেয়েও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে থেকে যাওয়ার ইচ্ছে তার। এরই ধারবাহিকতায় ১১ নভেম্বর তার বদলির আদেশ স্থগিত চেয়ে মানববন্ধন হয়েছে।
নাসিকের কয়েকজন কর্মচারী জানান, যারা মানববন্ধন করেছে তারা সবাই পরে নগর ভবনের ৫ তলায় প্রধান নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে প্রবেশ করেন। এ সময় সদ্য বদলির আদেশ পাওয়া নাসিকের সিইউ জাকির হোসেন সবাইকে দাঁড় করিয়ে নিজের মোবাইলে ছবিও তুলে রাখেন।








































আপনার মতামত লিখুন :