নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ‘মল্লিক ফুড অ্যান্ড বেভারেজ’ নামে এক কারখানা ও গুদামঘরে অভিযান চালিয়ে অনুমোদনবিহীন ৪৬০ কার্টুন বিভিন্ন পণ্য জব্দ ও বিনষ্ট করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত সিদ্ধিরগঞ্জের দক্ষিণ নিমাইকাশারি এলাকায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় কারখানাটি সিলগালা করার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতে বসিয়ে একজনকে একমাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্ত দন্ডপ্রাপ্ত মান্নান (৪১) সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার আবদুল হকের ছেলে। অভিযানে নারায়ণগঞ্জ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুরাইয়া সাইদুন নাহার সহ জেলা পুলিশের দুটি টিম উপস্থিত ছিল।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মোনাব্বর হোসেন বলেন, সিদ্ধিরগঞ্জের দক্ষিণ নিমাইকাশারি এলাকায় অবস্থিত মল্লিক ফুড এন্ড বেভারেজ প্রতিষ্ঠানটি অনুমোদনবিহীন ম্যাংগো ড্রিংক, অরেঞ্জ ড্রিংক, লিচি ড্রিংক, আইসললি, পানি, লাচ্ছি, চকলেটসহ বিভিন্ন পণ্য উৎপাদন এবং বাজারজাত করতো। এছাড়া প্রতিষ্ঠানটিতে বিভিন্ন প্রতিষ্ঠানের লেবেল পাওয়া যায়।
একই সাথে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, অননুমোদিত রঙ, ফ্লেভার, হাইড্রোজ এবং প্রায় ৪৬০ কার্টুন অননুমোদিত বিভিন্ন পণ্য জব্দ ও বিনষ্ট করা হয় এবং কারখানা সিলগালা করা হয়। কারখানার মালিক, ম্যানেজারকে না পাওয়ায় প্রতিষ্ঠানটিকে নিয়মিত মামলা করার নির্দেশনা প্রদান করা হয়। এসময় মান্নান নামের এক ব্যক্তিকে অসহযোগিতার জন্য ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। ভবিষ্যতেও তাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।








































আপনার মতামত লিখুন :