News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২

অবশেষে নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তার বিদায়


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ১০:৩১ পিএম অবশেষে নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তার বিদায়

২ বছর ১ মাস নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন শেষে বিদায় নিলেন মোহাম্মদ জাকির হোসেন। তিনি এখন থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে মন্ত্রণালয়ের এক আদেশে তার বদলির আদেশের বিষয়ে জানানো হয়। এরই ধারাবাহিকতায় গত ১২ নভেম্বর বুধবার দুপুর ২ টায় নগর ভবনের ৫ তলায় সম্মেলনকক্ষে নাসিকের কর্মকর্তা কর্মচারীরা তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। সিটি করপোরেশনের প্রশাসক ড. আবু নছর আব্দুল্লাহ বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তাকে ফুলের তোড়া উপহার দেন। এছাড়া অন্যান্য বিভিন্ন উপহার তুলে দেন জাকির হোসেনের হাতে।

জানা গেছে, নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা না আসা পর্যন্ত সিইও এর দায়িত্ব পালন করবেন নাসিকের সচিব নূর কুতুবুল আলম।

বিদায়ী অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ণ কর্মকর্তা কে.এম ফরিদুল মিরাজ বলেন, গণঅভ্যুত্থানের পর আমরা কঠিন সময়ের মধ্যদিয়ে গেছি। তখন স্যার আমাদের সাথে নিয়ে এই প্রতিষ্ঠান পরিচালনা করেছে। তখন এই জায়গায় স্যার ছাড়া অন্য কেউ থাকলে হয়তো সবকিছু ঠিকঠাকমতো পরিচালনা করতে পারতেন না। তবে তিনি সেটা করেছেন। আমরা সিইও স্যারের কাছ থেকে ভালো মন্দ অনেক কিছু শিখেছি। তার জন্য অনেক অনেক শুভকামনা রইল। স্যার যেখানেই যাবেন সেখানেই চমক দেখাবেন।

প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ার আগে মোহাম্মদ জাকির হোসেন বলেন, আমাদের কাজের জায়গা কখনো স্থায়ী নয়। আজকে এখানে তো কাল আরেক জায়গায়। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে দায়িত্ব পালনের স্মৃতি সবসময় মনে থাকবে। বিশেষ করে ৫ আগষ্টের পর জটিল সময় যেভাবে কেঁটেছে তা তো অবশ্যই মনে থাকবে। কাজের ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের সবাই আমাকে সহযোগীতা করেছে। আমি সবার প্রতি কৃতজ্ঞ।

Islam's Group