News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২

মুন্সিগঞ্জে ডাবল মার্ডারের আসামি সিদ্ধিরগঞ্জে গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৫, ০৭:৪৮ পিএম মুন্সিগঞ্জে ডাবল মার্ডারের আসামি সিদ্ধিরগঞ্জে গ্রেপ্তার

মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ডাবল মার্ডারের ঘটনার এজাহারভুক্ত আসামি অহিদ (৩৫) কে সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ এর একটি অভিযানিক দল। গ্রেপ্তারকৃত অহিদ মুন্সিগঞ্জ সদর থানাধীন বড় মোল্লাকান্দি গ্রামের নূর মোহাম্মদ চৌধুরীর ছেলে।

শুক্রবার ১৪ নভেম্বর দিবাগত রাত সাড়ে ৩টায় সময় সিদ্ধিরগঞ্জ থানাধীন পাঠানটুলি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার বিকেলে এক প্রেস বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে র‌্যাব।

মামলার এজাহারের বরাত দিয়ে র‌্যাব জানায়, গত ১০ নভেম্বর সকল ৬টায় গ্রেপ্তারকৃত আসামি অহিদ সহ ১০০ থেকে ১২০ জন সন্ত্রাসী প্রকৃতির লোকজন মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ও পূর্ব শত্রুতার জের ধরে সঙ্ঘবদ্ধ হয়ে ধারালো চাপাতি, রামদা, বন্দুক, পিস্তল, চাইনিজ কুড়াল, ককটেল, হকিস্টিক, লোহার রড সহ বিভিন্ন প্রকার দেশী ও বিদেশী মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পূর্ব পরিকল্পনা মাফিক চরডুমুরিয়া গ্রামে আরিফ মীরের বাড়িতে অতর্কিত হামলা চালায়। আরিফ মীর সকালে ব্রাশ করতে ঘর থেকে বের হলে আসামিরা বন্দুক দিয়ে আরিফ মীরকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনা স্থলেই সে মারা যায়। এ সময় হামলাকারীরা হাতে থাকা ককটেল বিস্ফোরণ ঘটাতে ঘটাতে রায়হান খা এর বাড়িতে যায়। রায়হান খা ঘরের দরজার সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাকে লক্ষ্য করে এলোপাথারী গুলি ছুড়লে রায়হান খা শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রায়হান খার মৃত্যু হয়।

গ্রেফতারকৃত আসামিকে বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মুন্সিগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Islam's Group