নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্থান থেকে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, ছিনতাইকারী ও মাদক বিক্রেতা নারীসহ ১০ জনকে গ্রেফতার করেছে সদর মডেল থানার পুলিশ।
শনিবার বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত শহরের খানপুর, শহরের ২নং রেলগেইট ও ফরাজিকান্দা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। সাথে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। ছিনতাইকারীরা হলো রাজীব, মাসুম ও সুজন।
হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হল বাবু ও সুমন। তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা, সজিবের কাছ থেকে ২০ পিস, খোকনের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও পাখি, রোমান ও তসলিমা তাদের কাছ থেকে ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হালিম জানান, এক সাজাপ্রাপ্ত ও ৬ মাদক বিক্রেতা ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।








































আপনার মতামত লিখুন :