News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

তৈমুরের রোগ মুক্তি কামনায় মুসলিম একাডেমীর দোয়া


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৫, ০৭:৪৯ পিএম তৈমুরের রোগ মুক্তি কামনায় মুসলিম একাডেমীর দোয়া

নারায়ণগঞ্জ মুসলিম একাডেমির উদ্যোগে বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবক ও সিনিয়র আইনজীবী ড. তৈমুর আলম খন্দকারের আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে শহরের মসদাইর বাজার মুসলিম একাডেমি মিলনায়তনে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মুসলিম একাডেমির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া ও মিলাদ পাঠ অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা ড. তৈমুর আলম খন্দকারের দ্রুত সুস্থতা কামনা করে সর্বশক্তিমান আল্লাহর নিকট বিশেষ মোনাজাত করেন।

আয়োজকরা জানান, সমাজ ও দেশের কল্যাণে তার দীর্ঘদিনের অবদান অনস্বীকার্য। তার রোগমুক্তির জন্য এই সম্মিলিত প্রার্থনা সকলের পক্ষ থেকেই একটি মানবিক উদ্যোগ।

এ সময়ে উপস্থিত ছিলেন, মুসলিম একাডেমীর সভাপতি মোহাম্মদ আলী ভূইয়া, আবু সিদ্দিক ভূইয়া, জনাব মোস্তফা কামাল, হাজী মোহাম্মদ হোসেন শেখ, মোঃ নুরুল ইসলাম খান, মাকছুদুল আলম খন্দকার, খসরু নোমান, শাহাবদ্দিন আহম্মদ খন্দকার, মোঃ আব্দুল হালিম, শাহ্ আলম ভূইয়া, মোঃ রবিউল আলম খান (ররু), নাজমুল কবির নাহিদ, মোঃ মনির হোসেন খাঁন, ডাঃ মোঃ নূরুল হক, শাহজাহান আহম্মদ প্রধান, গোলজার হোসেন, আবুল কালাম আজাদ, মোঃ জাহাঙ্গীর আলম ও মোঃ ইয়াসির সুলতান প্রমুখ।

Islam's Group