News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে নেই হোসিয়ারী নেতারা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৫, ১০:২৮ পিএম ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে নেই হোসিয়ারী নেতারা

গত শনিবার নগরীর উকিলপাড়ার সমীকর মার্কেটে আগুন লেগে প্রায় ৩০টি হোসিয়ারী কারখানা ও কাপড়ের দোকান পুড়ে যায়। ঘটনার দুদিন পর সেখানে গিয়ে দেখা যায় পুড়ে যাওয়া ধ্বংসস্তুূপ সরিয়ে সবকিছু ঠিকঠাক করে আবারো ঘুরে দাঁড়ানের চেষ্টা করছেন ব্যবসায়ীরা। তবে সবার চোখে মুখে হতাশা ও দুঃশ্চিন্তার ছাপ। কারণ পুনরায় ব্যবসা শুরু করতে হলে লাগবে টাকা। আর সেই টাকা কই পাবেন সেই ভাবনাই যেন ঘুরপাক খাচ্ছে সবার মাথায়। তারা জানান, কয়েকটি রাজনৈতিক দল ও বিকেএমইএ থেকে সহযোগীতার আশ্বাস দেয়া হয়েছে কিন্তু সেটি আসবে তা জানা নেই কারো। অন্যদিকে, হোসিয়ারী ব্যবসায়ীদের সংগঠন হোসিয়ারী অ্যাসোসিয়েশন থেকেও কোনো আর্থিক সহযোগিতা পায়নি তারা।

২৫ বছর আগে উকিলপাড়ার একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজে আসেন তপন চৌধুরী। সেখানে থেকে কাজ শিখে এক দশক পর নিজেই ছোট একটি কারখানা শুরু করেন তিনি। তবে আগুনে তপনের স্বপ্নের সেই প্রতিষ্ঠানও ছাই হয়ে গেছে। তিনি বলেন, আমার ভাই সব শেষ। আমি ছোট ব্যবসায়ী। এখন যে নতুন কইরা কিছু করমু তাও পারতাছিনা। কেউ একটা টাকা দিয়াও পাশে থাকতে চাইতাছেনা। কি বলমু দাদা, বলতে বলতে ক্লান্ত। সরকারি কোনো সাহযোগিতা আসে নাই। বেসরকারি ভাবেও কেউ একটা টাকা দেয় নাই। এখন টাকার বেশি প্রয়োজন। পরে দিলে তো আর কাজেই আসবো না।

সমীকর মার্কেটের রনি ট্রেডার্সের স্বত্বাধিকারী রনি বলেন, আমি কয়েক মাস আগে ব্যাংক থেকে ৩২ লাখ টাকার লোন নিয়ে তারপর গরমের মাল কিনা শুরু করি। একে একে এই মার্কেটে আমার ৬ টি দোকানের সবকটিতে মাল মজুদ ছিলো। আর ১ মাস পরই বেঁচাকেনা শুরু হইত। এরমধ্যেই ভাই সব শেষ হইয়া গেল। সবচেয়ে বেশি ক্ষতি আমার হইসে। এখনো কোনো জায়গা থেকে সহযোগিতা পাই নাই।

জানতে চাইলে হোসিয়ারী ব্যবসায়ীদের সংগঠন হোসিয়ারী এসোসিয়েশনের সহ সভাপতি আব্দুস সবুর খান সেন্টু বলেন, আমাদের কাছে তো তারা কোনো লিখিত আবেদন করেনি। তারা আবেদন করলে আমরা বিষয়টি দেখবো। এখানে অনেক ব্যবসায়ী আছে যাদের ইন্সুরেন্স করা আছে। আপাতত তাদের সেখান থেকে সহযোগিতা নিয়ে দিতে চেষ্টা করছি আমরা।

Islam's Group