নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের এলাকায় অবস্থিত নয়ামাটি, উকিলপাড়া হোসিয়ারি পল্লীতে সড়ক সংস্কার, মাঝের ভাঙ্গা স্লাব সংস্কারের দাবিতে প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশন।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহের হাতে এ স্মারকলিপি প্রদান করেন সভাপতি বদিউজ্জামান বদু। একই সাথে নবাগত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান হোসিয়ারী সমিতির নেতৃবৃন্দরা।
এসময় তারা নয়ামাটি, উকিলপাড়া হোসিয়ারি পল্লীর সড়ক সংস্কার, সড়কবাতি স্থাপন, রাস্তার মাঝের ভাঙ্গা স্লাব সংস্কারসহ কয়েকদফা দাবি করেন। এ সময় প্রশাসক তাদের জানান, এ হোসিয়ারি সারাবিশ্বে দেশের সুনাম অর্জন করেছে। আমি যখন অস্ট্রেলিয়া ছিলাম তখন সেখান থেকে আমি আমার দেশের এই হোসিয়ারির মালামাল কিনেছি ও সুনাম শুনেছি। গেঞ্জি, আন্ডারওয়্যার সহ সকল মালামাল এখানে উন্নতমানের। আমি বিষয়টি গুরুত্বসহকারে দেখবো।
হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু তাকে হোসিয়ারি পল্লী পরিদর্শনের আহবান জানান।
উপস্থিত ছিলেন, বাংলাদেশ হোসিয়ারি সমিতির সহ-সভাপতি আব্দুর সবুর খান সেন্টু, সহ-সভাপতি (এসোসিয়েট) সাঈদ আহম্মেদ স্বপন, দুলাল মল্লিক, পরিচালক আব্দুল হাই, মিজানুর রহমান, পাড়ভেজ মল্লিক, হাজী মো.শাহিন হোসেন, আতাউর রহমান, আলহাজ্ব মনির হোসেন, মাসুদুর রহমান, বৈদ্দনাথ পোদ্দার এছাড়া এসোসিয়েট গ্রুপে সাইফুল ইসলাম হিরু শেখ, নাছির শেখ, আব্দুল সোবহান তালুকদার, বিল্লাল হোসেন, নাছির আহম্মেদ,বিথি হোসিয়ারীর মালিক বিল্লাল।








































আপনার মতামত লিখুন :