News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২

সুজনের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫, ০৫:৪৬ পিএম সুজনের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার ১২ নভেম্বর নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করে সংগঠনের নেতৃবৃন্দরা। র‌্যালি‍টি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে শেষ হয়।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শহরের বালুরমাঠ এলাকায় একটি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা কমিটির সভাপতি ধীমান সাহা জুয়েলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সুজনের নেতৃবৃন্দরা। সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

আলোচনা সভায় সুজনের জেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফুল হক আশু বলেন,  ‘সুজন বাংলাদেশের বিদ্যমান ধারা পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। নতুন আমাদের কমিটি পুনর্গঠিত হয়েছে। সুজন চায় দেশের সকল সেক্টরে ভালো পরিবর্তন আসুক এবং রাষ্ট্রের সুশাসন নিশ্চিত হোক। আমরা আমাদের লক্ষ্যে কাজ করে যাব। সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু হয় সেই দিকে আমাদের নজরদারি থাকবে। আমরা মনে করি, সঠিক ও সুন্দর নির্বাচনই দেশের কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে।’

সভাপতির বক্তব্যে জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল বলেন, ‘সুজন কেবল একটি নির্বাচন কেন্দ্রীক সংগঠন হয়। সুজন দেশের সকল অন্যায়, অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকা একটি সংগঠন। যেকোন অনিয়মের বিরুদ্ধে আমাদের আওয়াজ জারি থাকবে। আমরা প্রশাসন, রাজনৈতিক দলের উপর চাপ তৈরি করে তাদের সঠিক কাজটি করানোর ক্ষেত্রে অগ্রসর ভুমিকা পালন করি। আমাদের কারনেই এইদেশে আমাদের জনপ্রতিনিধিদের কার কেমন সম্পত্তি তা উন্মুক্ত হয়েছে। পাঁচবছর পর সেই ব্যক্তিদের সম্পদ কতটা বৃদ্ধি পায় তাও আমাদের সামনে উন্মোচিত হয়। ফলে আমরা সঠিক ব্যক্তিকে বেছে নিতে পারি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও আমরা নারায়ণগঞ্জের প্রার্থীদেরকে জনতার মুখোমুখী করে তাদের থেকে সুশাসন নিশ্চিতের প্রতিশ্রুতি নিব। 

সভায় অন্যান্যদের ভেতর উপস্থিত ছিলেন, সহ সভাপতি এম আর হায়দার রানা, অ্যাড শাহিদুল ইসলাম টিটু, সহ সম্পাদক মাকসুদা ইয়াসমিন, সাবিত আল হাসান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক রাজলক্ষী, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল্লাহ আল ফারুক রিংকু, কার্যকরী সদস্য ফররুখ আহমেদ খসরু, আবুল হাসান, মোহাম্মদ সেলিম ভুঁইয়া, অ্যাড আহম্মেদ শরীফ পারভেজ, আবু সাঈদ, আল আমিন আলী, নজরুল ইসলাম সুজন, শাহ আলম ভুঁইয়া, মজিবুর রহমান। সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শফিকুর রহমান, রাকিবুল ইফতি, আজমাত মৃধা, জিয়াউর রহমান প্রমুখ।

Islam's Group