"দক্ষ জনশক্তি, দেশ গঠনের মূল ভিত্তি" এই প্রতিপাদ্য সামনে রেখে নারায়ণগঞ্জে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর গণপ্রকৌশল দিবস-২০২৫ ও ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন।
আইডিইবি জেলা শাখার আয়োজনে উদ্বধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সভাপতি মোঃ রমিজ উদ্দিন, মোঃ নূর উদ্দিন আহমদ সাধারণ সম্পাদক, এস এম মাসুদ পারভেজ সহ-সভাপতি, প্রকৌশলী মোহাম্মদ নোমান ডিআরও, মোঃ সাখাওয়াত হোসেন অর্থ সম্পাদক, মোঃ হাফিজুর রহমান চাকুরী বিষয়ক সম্পাদক, জনি কুমার পাল গ্রন্থাগার ও দপ্তর সম্পাদক, মোঃ আবু বকর সিদ্দিক জনসংযোগ ও প্রচার সম্পাদক, মোহাম্মদ আমিনুল ইসলাম সমাজ কল্যাণ সম্পাদক, আমিনা খাতুন মহিলা বিষয়ক সম্পাদক, মোঃ হযরত আলী উপ-বিভাগীয় প্রকৌশলী (অবঃ), মোঃ আব্দুল হাই সহকারী প্রকৌশলী (অবঃ), ইউসুব মিয়া এছাড়াও ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি ও নারায়ণগঞ্জ পলিটেকনিকের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।








































আপনার মতামত লিখুন :