News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২

নারায়ণগঞ্জে বেসরকারি হাসপাতাল মালিকদের নিয়ে মতবিনিময়


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫, ০৯:৫৫ পিএম নারায়ণগঞ্জে বেসরকারি হাসপাতাল মালিকদের নিয়ে মতবিনিময়

নারায়ণগঞ্জের সদর উপজেলার বিভিন্ন বেসরকারি হাসপাতালের মালিকদের নিয়ে স্বাস্থ্য সেবার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১২ নভেম্বর) বেলা ১১টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের ২নং সভাকক্ষে সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান'র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। 

সভায় উপস্থিত সকলের অবগতির জন্য সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান বলেন, আপনাদের নিজ নিজ হাসপাতালের সেবার মান আরো বৃদ্ধি করতে হবে, যে সকল হাসপাতালের লাইসেন্স হাল নাগাদ নবায়ন করা হয় নাই, সে সকল হাসপাতালের লাইসেন্স দ্রুত নবায়ন করতে হব। লাইসেন্সবিহীন হাসপাতাল পরিচালনা করা যাবে না। হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ম নীতি মোতাবেক করতে হবে।সরকারি নির্দেশনা মোতাবেক হাসপাতাল পরিচালনা, ডেঙ্গু, নরমাল ডেলিভারি, সিজারিয়ান অপারেশনসহ সকল সেবার রিপোর্ট যথাসময়ে সিভিল সার্জন অফিসে প্রেরণ করতে হবে। রোগীর অপারেশনের সময় এ্যানেসথেসিয়া কনসালটেন্ট এর সহযোগী হিসাবে চিকিৎসক বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকতে হবে। তাছাড়া হাসপাতালের ফার্মেসিতে ওষুধ কোম্পানির প্রতিনিধি কর্তৃক প্রদত্ত স্যাম্পল ওষুধ বিক্রয় করা যাবে না এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা যাবে না। যথাযথ ভাবে উক্ত নির্দেশনা না মানলে প্রয়োজনে সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আমিনুল হকের সঞ্চালনায় সভায় জেলা ক্লিনিক মালিক সমিতির সভাপতি ও সাধারন সম্পাদকসহ সদর উপজেলার বিভিন্ন বেসরকারি হাসপাতালের মালিক ও তাদের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

Islam's Group