নবাগত নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় করেছে নিউ জেনারেশন্স বাংলাদেশ (এনজিবি)’র নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে মতবিনিময় সভায় সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসককে ঐতিহাসিক পানাম নগর এর ছবির ফ্রেম ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আলমগীর হোসেন।
মতবিনিময় সভায় ছাত্রদের দ্বারা নারায়ণগঞ্জের ট্রাফিক কন্ট্রোল চলমান রাখা, মেট্রোরেল এমআরটি-২ এর সাথে নারায়ণগঞ্জকে যুক্ত করা, গ্রীণ এন্ড ক্লিন নারায়ণগঞ্জকে চলমান রাখা, তরুণদের পাশে থাকা ও সরকারি জায়গা দখলমুক্ত করে খেলার মাঠ করে দেয়া সহ নারায়ণগঞ্জের বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে আলোচনা হয়।
এনজিবির নেতৃবৃন্দরা জানান, আমরা দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করতে চাই, অন্যায়ের বিরুদ্ধে কাজ করতে চাই। ৫ই আগষ্টের পর আমরা যেই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, তা বাস্তবায়নে সর্বোচ্চ ভূমিকা রাখতে চাই। এ সকল বিষয়ে আমরা চাই প্রশাসন আমাদের সহযোগিতা করুক এবং আমরাও প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করতে চাই।
এনজিবির নেতৃবৃন্দদের মাঝে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আহবায়ক মোঃ মেহরাব হোসেন প্রভাত, সদস্য সচিব মোঃ আলিফ দেওয়ান, কেন্দ্রীয় সংগঠক ফাহিম মুনতাসির শুভ, আলিফ মাহমুদ, এইচ এম তাওহীদ, ফাহিম খন্দকার অনিক, আব্দুর রহমান গাফফারী, মাহবুবুর রহমান মুনাইম, কেন্দ্রীয় নারী সংগঠক আফসানা মিমি সুইটি, আজিজাহ তাসনিম, বন্দর থানা থেকে নির্জন হোসেন জয়, হানজালা প্রধান, মাহবুবুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা সংগঠক হাবিবুর রহমান হাবিব, সাকিব হাসান, নাবিল দেওয়ান, মুহাম্মদ নাসির, মুহাম্মদ ফাহিম, মোঃ ইমন, মোঃ আলিম, আবরার, ফয়সাল সহ প্রমুখ।








































আপনার মতামত লিখুন :