News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২

খালেদা জিয়ার সুস্থতা কামনায় পূজা ফ্রন্টের বিশেষ প্রার্থনা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৫, ০৮:৩৬ পিএম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পূজা ফ্রন্টের বিশেষ প্রার্থনা

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার উদ্যোগে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় শহরের নবাব সিরাজদৌলা রোডের নিমতলা শ্রী শ্রী শীতলা মন্দিরে উক্ত বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

উপস্থিত সকলে শীতলা দেবীর সামনে মোমবাতি জ্বালিয়ে মন্ত্র পাঠের মধ্য দিয়ে সৃষ্টিকর্তার কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আর্শীবাদ প্রার্থনা করেন।

বিশেষ প্রার্থনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জয় কে রায় চৌধুরী। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নারায়ণগঞ্জ মহানগর এর উপদেষ্ট শংকর কুমার সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি লিটন সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক অ্যাডভোকেট রাজিব মণ্ডল, সাংগঠনিক সম্পাদক সুব্রত সাহা, সদস্য সময় আইচ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক অভয় রায়, সদস্য সচিব কার্তিক ঘোষ, সদস্য স্মৃতি পাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মহানগরের আহ্বায়ক নয়ন সাহা, সদস্য সচিব ঋষিকেশ মণ্ডল, জাগো হিন্দু পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সুজন দাস।

Islam's Group