News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২

নারায়ণগঞ্জে ক্বিরাত-নাশিদ সম্মেলনে বিশ্বখ্যাত কারীগণ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৫, ০৮:৫১ পিএম নারায়ণগঞ্জে ক্বিরাত-নাশিদ সম্মেলনে বিশ্বখ্যাত কারীগণ

নারায়ণগঞ্জের ধর্মপ্রাণ মানুষের জন্য আসছে এক আধ্যাত্মিক ও আনন্দঘন মুহূর্ত। মারকাযুল ফুরকান শিক্ষা পরিবার (নারায়ণগঞ্জ ক্যাম্পাস)-এর আয়োজনে ৩ ডিসেম্বর বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘৭ম আন্তর্জাতিক ক্বিরাত ও নাশিদ সম্মেলন-২০২৫’।

শহরের জামতলায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বাদ জোহর থেকে শুরু হবে এই মহিমান্বিত আয়োজন।

প্রতি বছরের মতো এবারও সম্মেলনে পবিত্র কোরআনের সুরের মূর্ছনা ছড়াতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে খ্যাতনামা কারী ও নাশিদ শিল্পীরা নারায়ণগঞ্জে আসছেন।

আয়োজক সূত্রে জানা গেছে, মিসর, তানজানিয়া, ইরান ও পাকিস্তানসহ মোট ৫টি দেশের বিশ্বনন্দিত কারীগণ একই মঞ্চে কোরআন তেলাওয়াত করবেন।

সম্মেলনে আমন্ত্রিত বিদেশি কারীদের মধ্যে রয়েছেন মিসরের শায়খ সোলাইমান আশ-সিহাব ও শায়খ ড. সালাহ মুহাম্মদ সোলাইমান, তানজানিয়ার শায়খ ঈদী শাবান, ইরানের শায়খ জাওয়াদ হুসাইনী এবং পাকিস্তানের শায়খ মুফতি শিহাব উদ্দিন।

এছাড়া পাকিস্তান থেকে বিশেষ আমন্ত্রিত নাশিদ শিল্পী হিসেবে উপস্থিত থাকবেন সাইয়্যেদ আজিজুর রহমান শাহ।

আন্তর্জাতিক কারীদের পাশাপাশি বাংলাদেশের প্রখ্যাত কারী ও নাশিদ শিল্পীরাও মঞ্চ মাতাবেন। দেশি কারীদের মধ্যে থাকছেন ক্বারী সাইদুল ইসলাম আসাদ, ক্বারী শহিদুল ইসলাম সাহাত, ক্বারী আবু তলহা বিন মিজান এবং ক্বারী আবু রায়হান। 

কলরবের জনপ্রিয় শিল্পী আবু সুফিয়ান, আহমদ আব্দুল্লাহসহ শেখ এনাম, মাসুম বিল্লাহ (সিলেট), কাউসার মাহমুদ ও মাহমুদ নাহিয়ানের মতো শিল্পীরা নাশিদ পরিবেশন করবেন।

সম্মেলনে সভাপতিত্ব করবেন মা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাওলানা ইরশাদুল হক।

অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ মোশাররফ হোসাইন মাহমুদ।

উপস্থাপনায় থাকবেন ইলিয়াস হাসান ও মুহিব ইমতিয়াজ।

আয়োজকরা জানান, অনুষ্ঠানটি সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত থাকবে। এছাড়া পর্দার আড়ালে মা-বোনদের জন্য ক্বিরাত ও নাশিদ শোনার সুব্যবস্থা রাখা হয়েছে। নারায়ণগঞ্জের সকল অভিভাবক ও ওলামায়ে কেরামসহ সর্বস্তরের তৌহিদী জনতাকে এই কোরআনের আসরে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

আরও উপস্থিত থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় নায়েবে আমির ও নারায়ণগঞ্জ ডিআইটি জামে মসজিদের সম্মানিত খতিব  আল্লামা আব্দুল আউয়াল, ইসলামী ঐক্য জোট চেয়ারম্যান  আল্লামা আব্দুল কাদের, দেওভোগ মাদরাসার মুহতামিম আল্লামা আবু তাহের জিহাদী, হেফাজতে ইসলাম বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসেন কাসেমী,সাংগঠনিক সম্পাদক আল্লামা বশিরুল্লাহ সহ নারায়ণগঞ্জের শীর্ষ উলামায়ে কেরাম, সমাজসেবক, রাজনীতিবিদ ও সাংবাদিকগণ।

Islam's Group