News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

পেশাদার সাংবাদিকদের ঐক্য হলেই অপ সাংবাদিকতা দূর হবে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৫, ০৭:১০ পিএম পেশাদার সাংবাদিকদের ঐক্য হলেই অপ সাংবাদিকতা দূর হবে

ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আবদুর রহিম বলেছেন, পেশাদার সাংবাদিকদের মধ্যে ঐক্য থাকলে অপেশাদার এবং হলুদ সাংবাদিকতা প্রতিহত করা সহজ হবে। 

মঙ্গলবার দুপুরে ফতুল্লা প্রেসক্লাবের হলরুমে আয়োজিত ফতুল্লার পেশাদার সাংবাদিকদের যৌথ সভায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, অপ সাংবাদিকতা রোধ করতে হলে পেশাদার সাংবাদিকদের পাশাপাশি প্রশাসন, রাজনীতিক সবাইকে কাজ করতে হবে। তাহলেই অপ-সাংবাদিকত প্রতিরোধ করা সম্ভব।

ফতুল্লা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক নিয়াজ মো. মাসুমের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন দৈনিক উজ্জীবিত বাংলাদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কবিরুল ইসলাম, কামাল আহমেদ,  ফতুল্লা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সেলিম মুন্সী, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক মো. সোহেল, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সুজন, ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি রফিকউল্লাহ রিপন, ফতুল্লা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন প্রধান, সাংগঠনিক সম্পাদক আ. আলিম লিটন, অর্থ সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল, দপ্তর সম্পাদক এমএ সুমন, প্রচার সম্পাদক মো. সেলিম হোসেন, পম আজিজ, মাসুদ আলী, জসিমউদ্দীন, সোহেল রানা, সোহেল সরকার, আরিফ হোসেন, মঞ্জুর আহমেদ বকুল,  মামুনুর রশীদ মুন্না, শেখ সাব্বির হোসেন, লিজা আক্তার, সাঈদ প্রমুখ।

Islam's Group