News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হলেই সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৫, ০৭:২৩ পিএম অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হলেই সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব

৯ ডিসেম্বর 'রোকেয়া দিবস' এ রোকেয়া পাঠচক্রের উদ্যোগে বেলা ১২ টায় মওলানা ভাসানী পাঠাগারে বেগম রোকেয়ার প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন পরবর্তীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি ফারহানা মানিক মুনা। বিশেষভাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি সাঈদুর রহমান। আলোচনা সভার উত্থাপনা করেন রোকেয়া পাঠচক্রের সংগঠক মৌমিতা নূর।

মুনা বলেন, আমাদের লক্ষ্য নারী-পুরুষ উভয়েরই অধিকারের সমতা। বেগম রোকেয়া একটি আন্দোলনের নাম। তিনি সেই সময়ে দাঁড়িয়ে নারীদের জন্য শিক্ষা ও সমতার যে দাবি তুলেছিলেন, তা আজও আমাদের লড়াইয়ের প্রেরণা। আমাদের লক্ষ্য নারী-পুরুষ উভয়েরই অধিকার নিশ্চিত করা, কারণ একটি বৈষম্যহীন সমাজ ছাড়া প্রকৃত মুক্তি সম্ভব নয়। আজও সমাজের নানা স্তরে নারীরা বৈষম্য ও নিপীড়নের শিকার হচ্ছে। এই বাস্তবতায় বেগম রোকেয়ার চিন্তা ও আদর্শকে ধারণ করে সংগঠিত আন্দোলন গড়ে তোলা জরুরী। শিক্ষার মাধ্যমে সচেতনতা তৈরি করে এবং সামাজিক অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হলেই একটি সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

ছাত্রনেতা সাঈদুর রহমান বলেন, নারীর মুক্তির পথে পুরুষের দৃষ্টিভঙ্গী বদল এবং নারী শিক্ষার প্রসার ঘটানো প্রয়োজন। সমাজে প্রতিটি নারী তার নিজের এবং সমাজের বিকাশে শিক্ষা গ্রহণ করতে হবে। নারীরা সমাজের অনেক বড় একটি অংশ। এই অংশকে বাদ দিয়ে কখনোই রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়। বেগম রোকেয়া শুধু নারী জাগরণের অগ্রদূত নয় বরং তিনি একটা সমাজব্যবস্থাকে জাগ্রত করেছে এবং উন্নয়ন সাধনে ভুমিকা রেখেছে। তিনি একজন সমাজ সংস্কারকও বটে।

রোকেয়া পাঠচক্রের সংগঠকেরা বলেন,সমাজের প্রতিটি নারীর বিকাশে শিক্ষার বিকল্প নেই। আমরা বেগম রোকেয়াকে স্মরণ করি এবং বর্তমান সমাজে প্রতিটি স্তরের নারীর কণ্ঠস্বরকে ধারণ করে দৃষ্টিভঙ্গীর বদল ঘটাতে চাই। নারী এবং পুরুষ হবে পরস্পরের সহায়ক,মুখাপেক্ষী নয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন রোকেয়া পাঠচক্রের সংগঠক রাইসা ইসলাম, মুন্নি আক্তার প্রত্যাশা,অনামিকা চৌধুরী, আশা মনি সুরভী, মিথিলা, নাবিলা, ফৌজিয়া তাসনিম, ইলমা আক্তার, মিতু, সুমাইয়া, সুরভীসহ আরো সংগঠকেরা।

Islam's Group