News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

মোবাইল আসক্তি একটি রোগে পরিণত হয়েছে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৫, ০৭:৩২ পিএম মোবাইল আসক্তি একটি রোগে পরিণত হয়েছে

বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে সাইবার সহিংসতাসহ নারী ও কন্যার প্রতি সকল প্রকার নির্যাতনকে না বলুন, নারী ও কন্যার অগ্রসরমানতা নিশ্চিত করুন-স্লোগানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস ২০২৫ উপলক্ষে সাইবার সহিংসতাসহ সকল সহিংসতার প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে তরণ প্রজন্ম ও নারী-পুরুষের সাথে মঙ্গলবার ৯ ডিসেম্বর বিকাল ৩টায় মতবিনিময় সভা সংগঠন কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি রীনা আহমেদ।

পরিচালনা করেন লিগ্যাল এইড সম্পাদক অ্যাডভোকেট জেসমিন আজিজা। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আনজুমান আরা আকসির ও সাধারণ সম্পাদক রহিমা খাতুন। মতবিনিময় করেন- অপরাজিতা নগর বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাসুদা আক্তার, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ময়না বেগম, সমাজ সংগঠক দুলাল সাহা, সাংবাদিক ইউসুফ আলী এটম, শিক্ষক বিজয় কর্মকার, খেলাঘরের কেন্দ্রীয় সদস্য শিশির চক্রবর্তী, তোলারাম কলেজের অনার্সের ছাত্রী রোভার স্কাউট মারিয়া জাহান মিতু ও মহিলা কলেজের ডিগ্রির ছাত্রী রোভার স্কাউট আনজিলা আক্তার।

বক্তারা বলেন, এসময়ে সাইবার সহিংসতা, হত্যা, ধর্ষণ, শারীরিক ও মানসিক নির্যাতন, যৌন নিপীড়ন, উত্যক্তকরণ বেড়েই চলেছে। এই সময়ে সাইবার সহিংসতা মারাত্মক আকার ধারণ করেছে। আধুনিক প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম মোবাইল। প্রযুক্তির সঠিক ব্যবহার একটি সমাজ, একটি দেশের উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে। কিন্তু এটির যাচ্ছে তাই ব্যবহার হচ্ছে। নারী নির্যাতনের একটি হাতিয়ারে পরিণত হয়েছে। ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিয়ে ব্লাকমেইল করছে। মোবাইল আসক্তি একটি রোগে পরিণত হয়েছে। এ বিষয়ে নিজে সচেতন হতে হবে, অন্যকে সচেতন করতে হবে। এ বিষয়ে পরিবারকেই বড় ভূমিকা নিতে হবে। নারী ও পুরুষ, তরুণ-তরুণী সবাইকে সচেতন হতে হবে। শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে। প্রশাসনকে আরো সহযোগিতা বাড়াতে হবে এবং কঠোর ব্যবস্থা নিতে হবে। ৯৯৯  সহ অনেক মাধ্যমে প্রশাসনের সহযোগিতা পাওয়া যায়, এই সহযোগিতা সঠিকভাবে করতে হবে। সাইবার নিরাপত্তা আইনের সঠিক ব্যবহার ও প্রয়োগ করতে হবে। সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

মহিলা পরিষদের পক্ষে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি প্রীতিকণা দাস, সহ-সাধারণ সম্পাদক শোভা সাহা, আন্দোলন সম্পাদক সাহানারা বেগম, অর্থ সম্পাদক শীলা সরকার, প্রচার সম্পাদক রোজী আবেদিন, প্রোগ্রাম এক্সিকিউটিভ সুজাতা আফরোজ, সংস্কৃতি সম্পাদক শাশ্বতী পাল, সদস্য কাউছার আক্তার পান্নাসহ বিভিন্ন শ্রেণী পেশার নারী-পুরুষ ও তরুণ প্রজন্ম।

Islam's Group