News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

বন্দরে তিতাসের অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, চুন কারখানা উচ্ছেদ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ০৯:৪১ পিএম বন্দরে তিতাসের অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, চুন কারখানা উচ্ছেদ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের কলাবাড়ি এলাকায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে পরিচালিত একটি চুন তৈরির কারখানা উচ্ছেদ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। পাশাপাশি আশপাশের গ্রাম ও আবাসিক এলাকার শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

মঙ্গলবার ১৬ জুলাই) সকাল থেকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উদ্যোগে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব মিল্টন রায়।

তিনি জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে কারখানা চালাচ্ছিল কিছু অসাধু ব্যবসায়ী। আজ সেই সব সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং চুন কারখানা উচ্ছেদ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযান চলাকালীন আরও জানানো হয়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মালিবাগ, আমৈর, কান্দাপাড়া ও আশপাশের কয়েকটি গ্রামেও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এই সময় উপস্থিত ছিলেন, তিতাস গ্যাসের বন্দর জোনের ম্যানেজার জাহিন আমির খান, প্রকৌশলী রনি, নজরুল ইসলাম, বন্দর থানা পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

প্রশাসন জানায়, এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং যেকোনো অবৈধ গ্যাস সংযোগ ও অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Islam's Group