এ এক হৃদয়বিদারক দৃশ্য। হাতকড়া লাগানো অবস্থায় এক যুবলীগ নেতার আর্তনাদ। সঙ্গে কাঁদছে দুই সন্তানও। কারণ গ্রেপ্তার অবস্থায় মারা গেছে ওই নেতার স্ত্রী ও নবজাতক ছেলে সন্তান।
১০ নভেম্বর বাদ আছর সোনাকান্দায় জানাযাতে প্যারোলে মুক্তি পেয়ে কান্না থামছিল না সুমনের। তিনি এখন যুবলীগের রাজনীতি করেন।
জানা যায়, ৬ নভেম্বর শুক্রবার বন্দর থানা পুলিশ ডেভিল হান্ট অভিযানে যুবলীগ নেতা সুমন গ্রেপ্তার করে।
৯ নভেম্বর রবিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছেলে সন্তান জন্ম দেয় সুমনের স্ত্রী হাফেজা বেগম। কিছুক্ষণ পর নবজাতক সন্তানটিকে ডাক্তার মৃত ঘোষণা করেন। অসুস্থ হয়ে পড়েন হাফেজা। অবশেষে রাত সাড়ে ৮টায় তিনিও মারা যান।
১০ নভেম্বন বিকেল ৫টার দিকে প্যারোলে মুক্তি পেয়ে সুমন পুলিশ পাহারায় নিজ বাড়িতে এসে স্ত্রী ও নবজাতক সন্তানের জানাজায় অংশ নেন।
জানাজার আগে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে সুমন বলেন, আমার স্ত্রী যদি জীবদ্দশায় কারো মনে কষ্ট দিয়ে থাকে, আমি তার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি।”
স্ত্রী ও নবজাতকের জানাজায় এলাকাবাসীর বিপুল সমাগম হয়। দাফন শেষে সুমনকে পুনরায় কারাগারে নিয়ে যাওয়া হয়।








































আপনার মতামত লিখুন :