News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২

বন্দরে যুবলীগ কর্মী হৃদয় গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৫, ০৭:১৮ পিএম বন্দরে যুবলীগ কর্মী হৃদয় গ্রেপ্তার

বন্দরে মেহেদী হাসান হৃদয় (২৮) নামে এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত যুবলীগ কর্মী মেহেদী হাসান হৃদয় বন্দর থানার ২৫ নং ওয়ার্ডের লক্ষণখোলা এলাকার মাকসুদুল হক মিয়ার ছেলে।

গ্রেপ্তারকৃতকে  বন্দর থানার দায়েরকৃত  ১৮(২)২৫ নং মামলায় মঙ্গলবার ১১ নভেম্বর দুপুরে  আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত সোমবার ১০ নভেম্বর রাতে বন্দর থানার লক্ষনখোলা এলাকায়  অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলা ও বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে,গত ৫ আগস্ট ২০২৪ সকাল ১১টায় বন্দর থানার একরামপুরস্থ কদম রসুল কলেজের সামনে ধৃত যুবলীগ নেতা মেহেদী হাসান হৃদয়সহ  আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দোসররা দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বৈষম্য বিরোধী আন্দোলনরত শিক্ষার্থী আশিককে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে।

এ ব্যাপারে  আহত আশিক বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে লক্ষণখোলা এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত  যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

Islam's Group