কুতুবপুর ইউনিয়নকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার ১২ নভেম্বর সকাল ৮ থেকে বিকাল ৫টা পর্যন্ত পাগলা রেলস্টেশন এলাকায় দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়। এই সময় কুতুবপুরের সর্বস্তরের জনগণ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী এবং শ্রমজীবী মানুষ স্বতঃস্ফূর্তভাবে গণস্বাক্ষর কর্মসূচিতে স্বাক্ষর প্রদান করে তাদের মতামত ব্যক্ত করেন।
দশ হাজারের অধিক জনগণ একই দিনে স্বাক্ষর প্রদান করেন এবং এই কর্মসূচি কুতুবপুরে বিভিন্ন পাড়া মহল্লায় মসজিদ মাদ্রাসায় স্কুল কলেজ হাটে বাজারে জনগণের কাছ থেকে স্বাক্ষর সংগ্রহ করা চলমান থাকবে।
স্বাক্ষর প্রদানকালে সাধারণ নাগরিকরা বলেন, আমরা আর কুতুবপুরের ইউনিয়ন পরিষদে থাকতে চাই না সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হতে চাই, কুতুবপুরের ১০ লক্ষ জনগণের প্রাণের দাবি দীর্ঘদিনের। ইউনিয়ন পরিষদ আমাদেরকে কিছুই দেয়নি আমাদের জনগণের কাছ থেকে শুধু ট্যাক্স নিয়েছে সেবা না দিয়ে। আরো বলেন, ভঙ্গুর মেরুদণ্ডহীন কুতুবপুর ইউনিয়ন পরিষদ। এই এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও অবকাঠামগত উন্নতি করতে হলে সিটি কর্পোরেশনের কোন বিকল্প নেই।
গণস্বাক্ষর কর্মসূচিতে সভাপতিত্ব করেন, কুতুবপুর ইউনিয়ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন অন্তর্ভুক্তকরণ বাস্তবায়ন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব নুরুল হক জমাদ্দার, উপস্থিত ছিলেন সদস্য সচিব এস.এম. কাদির, পাগলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মাজহারুল ইসলাম মিঠুন, সাধারণ সম্পাদক মাহবুর রহমান বাচ্চু, নাসির উদ্দিন প্রধান, জাহের মোল্লা, দ্বীন ইসলাম দিলু, সানাউল ইসলাম শানু, পাগলা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু ফনিন্দ্র চন্দ্র বাড়ৈ, সাইদ রেজা সুমন, আমির হোসেন, মাসুদ, শাহাবুদ্দিন প্রমুখ।








































আপনার মতামত লিখুন :