নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে সিএনজিতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটে নি।
বুধবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।
পুলিশ সূত্রে জানা যায়, চাষাঢ়া থেকে যাত্রীবেশে দুজন যাত্রী ১২০টাকার মাধ্যমে সাইনবোর্ডে যাওয়ার উদ্দেশ্যে একটা সিএনজি ভাড়া করেন। এসময় সিএনজিটি জালকুড়ি এলাকায় পৌঁছালে তাদের আরেকজন লোক সিএনজিতে উঠবে বলে সিএনজি চালককে থামাতে বলে। এসময় তারা সিএনজি আগুন ধরিয়েই পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে চালক সিএনজি থেকে বেরিয়ে গেলে তিনি দগ্ধ হওয়া থেকে বেঁচে যান।
এ বিষয়ে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, আনুমানিক ৩০-৩৫ বছর বয়সী দুজন যুবক এই ঘটনা ঘটিয়েছে। আমরা তাদের আটক করতে কাজ করছি। সিএনজির আগুন তাৎক্ষণিকভাবে নিভিয়ে ফেলায় বড় ধরণের কোনো দুর্ঘটনা ঘটে নি। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ রয়েছে। চালকের ভাষ্যমতে আমরা জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।








































আপনার মতামত লিখুন :