News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২

ফতুল্লায় ইসলামী আন্দোলনের অবস্থান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ০৭:৩০ পিএম ফতুল্লায় ইসলামী আন্দোলনের অবস্থান

দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিরোধে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার উদ্যোগে এক অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর ) দুপুর আড়াইটার দিকে  ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের   ফতুল্লা প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

কর্মসূচীতে বক্তারা বলেন, দেশে অশান্তি সৃষ্টি, বিশৃঙ্খলা ও নাশকতার মাধ্যমে সাধারণ মানুষের জীবনকে বিপন্ন করার অপচেষ্টা চলছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এসব অপতৎপরতার বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে গণআন্দোলন গড়ে তুলবে এবং জনগনের পাশে থাকবে।

বক্তারা আরও বলেন, ইসলাম শান্তির ধর্ম। তাই কোনো ধরনের অরাজকতা ও সহিংসতার পথ পরিহার করে ইসলামি আদর্শে শান্তি প্রতিষ্ঠাই হবে মুসলমানদের মূল দায়িত্ব। আমরা সৎ ও ন্যায়ের থাকবো।

অবস্থান কর্মসূচীতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের  নারায়নগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা দিন ইসলাম, সাধারন সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর কবির, ফতুল্লা থানা শাখার সভাপতিমোহাম্মদ শফিকুল ইসলাম সহ স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিরা।

শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Islam's Group