বন্দরে ৮ বছরের শিশু কন্যাকে কুপ্রস্তাব দেওয়ার ঘটনার প্রতিবাদ করার জের ধরে পরিবারের সদস্যদের না পেয়ে ছাগলকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে।
ক্ষতিগ্রস্ত ছাগল মালিক বাদী হয়ে মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে হামলাকারি মামুন ও তার দুই বোন বন্যা ও আছিয়া নাম উল্লেখ করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
এর আগে গত রোববার (৩০ নভেম্বর) বেলা ১২টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আলীনগরে এ ঘটনাটি ঘটে।
এজাহার সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আলীনগর এলাকার আব্দুল রশিদ মিয়ার ছেলে মামুন বাকপ্রতিবন্ধী। দীর্ঘদিন যাবত অভিযোগের বাদিনী মেয়েকে (৮) টাকা পয়সার লোভ দেখিয়ে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। এ বিষয়ে গত প্রায় ১মাস পূর্বে ১নং বিবাদীর পরিবারের সদস্যদের জানালেও তারা কোন পদক্ষেপ নেয় নাই।
এর জের ধরে গত রোববার (৩০ নভেম্বর) দেশীয় ধারালো অস্ত্র, লোহার পাইপ, কাঠের ডাসা নিয়ে অভিযোগের বাদিনী বসত বাড়িতে অনধিকার প্রবেশ করে গালিগালাজ করতে থাকে। ওই সময় বাদিনী বিবাদীদের গালিগালাজ করতে নিষেধ করলে ১নং বিবাদী ক্ষিপ্ত হয়ে বাদিনী ছাগলকে ধারালো চাকু দিয়ে কোপিয়ে রক্তাক্ত কাটা জখম করে এবং অশ্লীল অঙ্গভঙ্গি করে।
ঐ সময় ২নং হইতে ৪নং বিবাদীরা মিলিত হয়ে বাদিনী চুলের মুঠি ধরে এলোপাথাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে রক্তজমাট নীলাফুলা জখম করে প্রাণ নাশের হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে। একই তারিখ দুপুর ১.০০ ঘটিকার সময় বাদিনী তার জখমি ছাগল নিয়ে স্থানীয় পঞ্চায়েত কমিটির কাছে বিচার চাইতে যাওয়ার পথে বিবাদীদের বাড়ির সামনে লেডি সন্ত্রাসী বন্যা ও তার বোন আছিয়া এবং তাদের মা পুনরায় বাদিনীকে মাটিতে ফেলে জনসম্মুখে বেদমভাবে মারপিট করে গুরুতর আহত করে। পরে জখমকৃত ছাগলটিকে বন্দর উপজেলা প্রানি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে চিকিৎসা প্রদান করে।








































আপনার মতামত লিখুন :