জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৪৯ পিছ ইয়াবা ট্যাবলেট সহ একজন ব্যবসায়ী কে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ৮ ডিসেম্বর রাত ১০টায় ফতুল্লার গ্রিন রোড এলাকার জনৈক রনি ওরফে স্বপন এর গ্যারেজে অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো. আবুল কালাম ওরফে আবু(৫২)। সে ফতুল্লার তল্লা সবুজবাগ এলাকার মৃত সিরাজ মল্লিকের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশেল অফিসার ইনাচর্জ খন্দকার জহির উদ্দিন এর নেতৃত্বে সঙ্গীয় ও ফোর্স নিয়ে ফতুল্লা থানাধীণ গ্রিন রোড এলাকায় অভিযানটি পরিচালিত করা হয়।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে।








































আপনার মতামত লিখুন :