আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১৬তম ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ৯ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলার পুলিশ লাইন্সের মাল্টিপারপাস হলে উক্ত প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার।
নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা, ফাঁড়ি ও ক্যাম্পের ৫০ জন প্রশিক্ষণার্থী নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ডিবি (অতিরিক্ত দায়িত্ব প্রসিকিউশন)মো. ইব্রাহিম হোসেন, কোর্স-কোঅর্ডিনেটর পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম সবুজ সহ প্রশিক্ষণ কার্যক্রম সংশ্লিষ্ট অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।








































আপনার মতামত লিখুন :