News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

প্রতিবন্ধীদের মুখে হাসি ফোটালেন গোলাম খোকন 


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৫, ০৮:৪১ পিএম প্রতিবন্ধীদের মুখে হাসি ফোটালেন গোলাম খোকন 

আগামী ১১ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার ও প্রতিবন্ধী দিবস উপলক্ষে রূপগঞ্জে প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করার লক্ষ্যে আর্থিক সহযোগিতা প্রদান করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার মুড়াপাড়াস্থ তার ব্যক্তিগত কার্যালয়ে তিনি প্রতিবন্ধীদের মাঝে এ আর্থিক সহযোগিতা প্রদান করেন। 

বক্তব্যে বিএনপি নেতা গোলাম ফারুক খোকন বলেন, প্রতিবন্ধীরা বোঝা নয় তারা আমাদের সমাজেরই অংশ। এ পৃথিবীতে কেউ প্রতিবন্ধী হয়ে জন্ম নিতে চায় না। একজন প্রতিবন্ধীকে লালন-পালন করা খুবই কষ্টসাধ্য বিষয়। কিন্তু কোন সন্তানকে তার পরিবার দূরে সরিয়ে দেয় না। তাই আমাদেরও উচিত আমাদের মধ্যে যারা প্রতিবন্ধী রয়েছেন তাদের প্রতি যত্নবান হওয়া। আল্লাহ যাকে যেভাবে সৃষ্টি করেছেন সে সেভাবেই পৃথিবীতে এসেছে। তাই সকলের উচিত প্রতিবন্ধীদেরকে সহযোগিতা করা। আশা করছি, আমাদের মধ্যে যারা স্বচ্ছল রয়েছেন তারা যেনো এসকল সামাজিক কাজে এগিয়ে আসেন।

Islam's Group