News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

খালেদা জিয়ার সুস্থতায় দোয়া চাইলেন শাহেনশাহ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৫, ০৯:০৬ পিএম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া চাইলেন শাহেনশাহ

বিএনপি বন্দর থানা সভাপতি মো. শাহেনশাহ আহম্মেদ বলেছেন, সোনাকান্দা স্কুলের শিক্ষার্থীরা হলো আগামী দিনের প্রজন্ম। তোমরা শিক্ষা নিয়ে আগামী বাংলাদেশের সু-শিক্ষিত নাগরিক দোয়া রইল।

একই সাথে উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে বলি, আপনার সন্তানদের খেলাধুলা সুযোগ করে দিন। তাহলে তারা অপরাধ ও মাদকে দিক যাবে না। এখান শিশু-কিশোর ও তাদের অভিভাবকদের কাছে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া চাই। ছোট ছোট শিক্ষার্থীরা নিস্পাপ, ওদের দোয়া মহান আল্লাহ তায়ালা কবুল করেন। বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে আমাদের সকলের ফিরে আসেন।

৯ ডিসেম্বর মঙ্গলবার ৫১নং সোনাকান্দা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও বার্ষিক দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

৫১নং সোনাকান্দা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পি.টি.এ কমিটির সভাপতি আহম্মেদ আলী’র সভাপতিত্বে ৫১নং সোনাকান্দা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাজেদা বেগমের সঞ্চালয়নায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক কমিটির সদস্য আইনজীবী শরিফুল ইসলাম শিপলু।

আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মো. নূর জাহিদ বাদল, শেখ কামাল হোসেন, নিরাপ আক্তার, মেহেরুজ জাহান মীম, অনন্যা সূত্রধর, বিবি কুলছুম, আফরোজা আক্তার ও সোহাগী আক্তার প্রমুখ।

৫১নং সোনাকান্দা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পি.টি.এ কমিটির সভাপতি আহম্মেদ আলী বলেছেন, স্কুলের শিক্ষার্থীদের সামনে চলা পথ আমরা শুরু করে দিলাম।

প্রাইমারী স্কুল সময়গুলো হলো সকল মানুষের জীবনের অন্যতম দিন। তোমাদের পিতা মাতা বড় স্বপ্ন হয়ে উঠো সুযোগ্য সন্তান। মৃত্যুপর যেন পিতা-মাতা চান তার জানাযা যেন ছেলে পড়ায়। কিন্তু প্রাইমারী এই সুযোগ না থাকলেও দোয়া পড়া মত শিক্ষা দেয়া হয়। প্রতি পিতা-মাতা প্রথম চাহিদা থাকে তার সন্তান যেন সু-শিক্ষিত হয়।

Islam's Group