শুক্রবার নারায়ণগঞ্জে আসছেন জোনায়েদ সাকি
সিটি করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৮:১৪ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার

গণসংহতি আন্দোলনের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সদস্য কর্মী-শুভানুধ্যায়ী সম্মিলন আয়োজন করেছে নারায়ণগঞ্জ জেলা কমিটি। শুক্রবার (১৪ সেপ্টেম্বর) জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হবে দলটির সকল শাখার কমিটি ও অঙ্গ সংগঠনের মিলনমেলা।
আয়োজিত এই সম্মিলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। জেলা সভাপতি তরিকুল সুজনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন ভারপ্রাপ্ত নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।
জেলার নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস প্রেরিত বার্তায় জানানো হয়, ২০০২ সালের ২৯ আগস্ট থেকে সংখ্যাগরিষ্ঠ মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় গনসংহতি আন্দোলন যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার ১৬ বছরে গনসংহতি সর্বোচ্চ মনযোগ দিয়ে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, চলতি বছরের ২১ এপ্রিল ২দিন ব্যাপী কাউন্সিলের মাধ্যমে গনসংহতি আন্দোলনের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় তরিকুল সুজন সমন্বয়কারী ও অঞ্জন দাসকে নির্বাহী সমন্বয়কারী করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।