বুধবার ১৬ জুলাই বাংলাদেশ খেলাফত যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে ফতুল্লা ও বন্দরে জুলাই আন্দোলনে শাহাদাত বরণকারী শহীদদের কবর জিয়ারত ও তাদের পরিবারের সাথে সাক্ষাৎ " কর্মসূচী পালন করা হয়েছে।
নারায়নগঞ্জের প্রথম শাহাদাত বরণ কারী শহীদ আদিল এর কবর জিয়ারত ও তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার বিভাগের সম্পাদক মাওলানা ফাতীহ মুহাম্মাদ সোলাইমান, বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সহ-সভাপতি মাওলানা মীর আহমাদুল্লাহ, যুব মজলিসের সহ-সভাপতি মো রফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল্লাহ আল ফারুক, শহীদ আদিল এর ভাই মো বাইজীদ হোসাইন।
পাশাপাশি বন্দরে শহীদ আবুল হাসান স্বজন এর কবর জিয়ারত ও তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন যুব মজলিস বন্দর থানা উপশাখার সংগঠন বিভাগের সম্পাদক মো বাদশাহ মিয়া ও মজলিসে আমেলা সদস্য মো মাজেদুল ইসলাম সায়েম।
আপনার মতামত লিখুন :