News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

গণসংহতি আন্দোলনের সংবাদ সম্মেলন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ১০:০৬ পিএম গণসংহতি আন্দোলনের সংবাদ সম্মেলন

১৮ জুলাই শুক্রবার বিকাল ৩ টায় নারায়ণগঞ্জ শহীদ মিনারে গণসংহতি আন্দোলনের জুলাই সমাবেশ ও শহীদি মার্চ অনুষ্ঠিত হবে। কর্মসূচি'র অংশ হিসেবে আগামীকাল দুপুর ১২ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে গণসংহতি আন্দোলনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম নেতা এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লড়াইয়ের রূপকার গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকি।

সমাবেশ পূর্বে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ৫৬ জন শহীদের প্রতিকৃতি নিয়ে শহরের প্রধান প্রধান সড়কে মিছিল করবে।

গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন এবং নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস যৌথ বিবৃতিতে বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দলগতভাবে গণসংহতি আন্দোলন তার সর্বোচ্চ শক্তি দিয়ে লড়েছে। আমাদের প্রাণপ্রিয় নারায়গঞ্জে ১৪ জুলাই আন্দোলনের একেবারে শুরু থেকেই আমরা রাজপথে থেকেছি। ১৮ জুলাই চাষাড়ায় পুলিশ পরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালালে পুরো শহরজুড়ে প্রতিরোধ ছড়িয়ে পড়ে। ১৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ২১ দিনে পুলিশ ও আওয়ামী সশস্ত্র গুন্ডালীগের হামলা মোকাবিলা করে ৫ আগস্ট নারায়ণগঞ্জবাসী ফ্যাসিস্ট মুক্ত হই। সারা দেশে হাজারো শহীদের মধ্যে নারায়ণগঞ্জেও ৫৬ জনকে আমরা হারিয়েছি। যার মধ্যে ২১ জন নারায়ণগঞ্জের স্থানীয় বাসিন্দা। সরকারী গেজেটে আহত ২৫৬ জন হলেও বাস্তবে হাজার হাজার মানুষ আহত হয়েছে। চোখ হারানো মাহবুবের মতো বহু মানুষের অঙ্গহানি ঘটেছে। গণঅভ্যুত্থানে শহীদ এবং আহতদের এই আত্মত্যাগকে আমরা ধারন করি এবং জুলাই অঙ্গিকার বাস্তবায়নের জন্য দল হিসেবে আমরা লড়াই চালিয়ে যাবো। আগামী ১৮ জুলাই ২০২৫ নারায়ণগঞ্জে রক্তাক্ত সংগ্রামের ১ বছর পূর্তি।

গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ ১৮ জুলাইকে স্মরণীয় দিন হিসেবে মনে করে। ফলে আগামী ১৮ জুলাই বিকাল ৩ টায় আমরা চাষাড়াস্থ নারায়ণগঞ্জ কেন্দীয় শহীদ মিনারে "জুলাই সমাবেশ ও শহীদী মার্চ কর্মসূচির আয়োজন করছি।

উক্ত ২ টি কর্মসূচিতে আপনার প্রতিষ্ঠানের প্রতিনিধি অথবা আপনার উপস্থিতি আশা করি।

Islam's Group