News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

বিক্ষোভ মিছিলের তারিখ পরিবর্তন করলো জেলা বিএনপি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ০২:৫৯ পিএম বিক্ষোভ মিছিলের তারিখ পরিবর্তন করলো জেলা বিএনপি

নগরীতে এলাকাধিক রাজনৈতিক দলের কর্মসূচি ঘোষিত থাকায় যানজট ও জনদুর্ভোগের কথা চিন্তা করে নিজেদের পূর্ব নির্ধারিত কর্মসূচি তারিখ পরিবর্তন করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। বৃহস্পতিবার ১৭ জুলাই জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আগামী ১৮ জুলাই শুক্রবার নারায়ণগঞ্জ শহরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ছাড়াও আরও কয়েকটি রাজনৈতিক দলের কর্মসূচি রয়েছে। ফলে ওইদিন যানজট ও জনদুর্ভোগের আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা হিসেবে জেলা বিএনপি তাদের পূর্ব নির্ধারিত বিক্ষোভ মিছিল কর্মসূচি একদিন পিছিয়ে ১৯ জুলাই শনিবার একই সময়ে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।

জেলার আওতাধীন সকল ইউনিটের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের পরিবর্তিত সময়সূচিতে অংশগ্রহণ করে কর্মসূচি সফল করার আহবান জানিয়েছেন জেলা আহবায়ক।

Islam's Group