News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

গোপালনগরে জলাবদ্ধতা নিরসনে ১ কিলোমিটার দৈর্ঘ্যের ড্রেন নির্মাণ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৫, ০৭:৩১ পিএম গোপালনগরে জলাবদ্ধতা নিরসনে ১ কিলোমিটার দৈর্ঘ্যের ড্রেন নির্মাণ

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীর পূর্ব গোপালনগরে ড্রেনেজ সিস্টেম না থাকায় সামান্য বৃষ্টিতে চলাচলের রাস্তায় ও বসতবাড়িতে জলাবদ্ধতায় পানি বাহিত রোগ ও ডেঙ্গু, চিকনগুনিয়া সহ নানা রোগের প্রাদুর্ভাব দেখা দিতো। জলাবদ্ধতা নিরসনে ১ কিলোমিটার দৈর্ঘ্যের ড্রেন নির্মাণ করে দিচ্ছেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। বৃহস্পতিবার বিকেলে গোপালনগরে ড্রেন নির্মাণ কাজ উদ্বোধন করেন মশিউর রহমান রনি। এছাড়াও বক্তাবলীর রাধানগর এলাকায় গণসংযোগে গিয়ে সেখানকার ভাঙ্গাচোরা রাস্তা দ্রুত সংস্কারে পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এই যুবদল নেতা। 
এসময় মশিউর রহমান রনি বলেন, আমাদের নেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা অনুসরণ করে ও বাস্তবায়নের লক্ষ্যে জনসেবা মূলক কাজ করে যাচ্ছি। জনগণের সমস্যা সমাধানের বার্তা নিয়ে ও জনগণের জন্য কাজ করার চেষ্টা করছি। আগামীতে বক্তাবলীতে ধলেশ্বরী নদীর উপর একটি ব্রীজ নির্মাণে উদ্যোগ নেয়া হবে। আমি আশাবাদী জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে এবং বিএনপি সরকার গঠন করবে। তাহলে আগামীতে আরো বৃহৎ পরিসরে জনগণের জন্য কাজ করার সুযোগ পাবো।
কর্মসূচীতে উপস্থিত ছিলেন এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদুল হক আলমগীর, ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন,সাধারণ সম্পাদক খায়রুল আলম জসিম, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শরিফ হোসেন মানিক, বক্তাবলী ইউনিয়ন বিএনপি নেতা সুমন আকবর, দিদার হোসেনসহ আরো অনেকে।

Islam's Group