নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিভিন্ন স্থানে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান করেন।
বৃহস্পতিবার ১৩ নভেম্বর সকাল থেকে রাত পর্যন্ত আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের প্রতিবাদে এ অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি করেন। মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় বিএনপির নেতাকর্মীরা অবস্থান কর্মসূচির পাশাপাশি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে টিপুরদী গিয়ে শেষ হয়।
অবস্থান কর্মসূচিতে আজহারুল ইসলাম মান্নান বলেন, আওয়ামী লীগ এখন জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা গণতন্ত্র ও ভোটাধিকার কেড়ে নিয়েছে। এখন ভয়-ভীতি আর সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। বিএনপি দেশের মানুষের অধিকার রক্ষার আন্দোলন থেকে পিছিয়ে যাবে না।
তিনি আরও বলেন, আমরা জনগণের দলের কর্মী। ফ্যাসিস্ট সরকারের দমননীতির বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে আছে, থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মিয়া, সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব, নিজাম উদ্দিন, সাদিকুর রহমান সেন্টু, সোহেল রানা, আরিফ হোসেন বাবুসহ প্রমুখ।








































আপনার মতামত লিখুন :