News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২

নাশকতা ঠেকাতে রাতভর পাহারায় এনসিপির নেতাকর্মীরা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ০৯:৫১ পিএম নাশকতা ঠেকাতে রাতভর পাহারায় এনসিপির নেতাকর্মীরা

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ঘোষিত লকডাউনের বিরুদ্ধে রাতভর অবস্থান কর্মসূচি পালন করেছে সিদ্ধিরগঞ্জ থানা এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির নেতাকর্মীরা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত এলাকায় টহল ও অবস্থান নেন তারা।

এসময় উপস্থিত ছিলেন জেলা এনসিপির সদস্য ও এমপি পদপ্রার্থী জাবেদ আলম, জেলা যুবশক্তির মুখ্য সংগঠক রাইসুল ইসলাম, সদর উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী সাগর মল্লিক। এছাড়াও ছাত্রশক্তির ওমর সানি, সিয়াম রেজা, রিয়াদ হাসান, আজাদ, মুফতি তোফাজ্বলসহ বহু নেতাকর্মী অংশ নেন।

টহলের বিষয়ে যুবশক্তির নেতা রাইসুল ইসলাম সাংবাদিকদের বলেন, 'আমরা রাতভর মাঠে ছিলাম জনগণের নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ঘোষিত অবৈধ লকডাউন জনগণ মানে না, আমরাও মানি না। জনগণের জীবনযাত্রা সচল রাখাই আমাদের অঙ্গীকার। এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির কর্মীরা মাঠে থেকে প্রমাণ করেছে—ভয় দেখিয়ে বাংলাদেশে আর রাজনীতি করা যাবে না।'

Islam's Group