News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২

বিএনপিতে ইকবালের বহিস্কারাদেশ প্রত্যাহার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ১০:১১ পিএম বিএনপিতে ইকবালের বহিস্কারাদেশ প্রত্যাহার

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেনের বহিস্কারাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিক মিনহাজ আমানকে মারধর ও লাঞ্ছিত করার ঘটনায় গত বছরের ১২ ডিসেম্বর ইকবাল হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়। সেদিন একটি বাসে চালকের সঙ্গে কথা-কাটাকাটির পর ইকবালের অনুসারীরা বাসচালককে মারধর ও বাসে ভাঙচুর চালান। পরে নারায়ণগঞ্জের সানারপাড় এলাকায় ঘটনাটি ঘটে। এ সময় বাস ভাঙার প্রতিবাদ করলে সাংবাদিক মিনহাজ আমানকে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনার পরই কেন্দ্রীয়ভাবে ইকবাল হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়। তবে পরবর্তীতে তিনি দলের কাছে আবেদন করলে তা বিবেচনায় নিয়ে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।

 

Islam's Group