ফিল্মী স্টাইলে দিনে দুপুরে পুকুরের মাছ লুটের অভিযোগ উঠেছে জাতীয় পার্টির সহযোগি সংগঠন জাতীয় ছাত্র সমাজ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক রবিউল আউয়াল, মুছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আহমেদ ও মুছাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনজুর আলমের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে বন্দরের মুছাপুর ইউনিয়নের শাসনেরবাগ এলাকার সরদার ইটখোলা সংলগ্ন পুকুরের মাছ (যার আনুমানিক মূল্য ১ লাখ টাকা) লুটে নিয়েছেন। এই লুটের ঘটনায় পুকুরের মালিক ক্ষতিগ্রস্ত আরাফাত রিফাত বাদী হয়ে উল্লেখিতদেরকে বিবাদী করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী আরাফাত রিফাত সাংবাদিকদেরকে বলেন, শাসনেরবাগে ১০০ শতাংশ পৈত্রিক জমির উপর আমাদের একটা মাছের পুকুর আছে। বিবাদীরা লোভের বশবর্তী হয়ে ও ক্ষতিসাধনের উদ্দেশ্যে আমাদের পুকুরে মাছ ধরার জন্য পাঁয়তারা সহ হুমকি দিয়ে আসছে।
বৃহস্পতিবার সকাল ৭টায় দেশীয় ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে ১নং বিবাদী আউয়াল প্রথমে আমাদের পুকুরে মাছ ধরার উদ্দেশ্যে জাল ফেলে। আমি বিবাদীকে বাধা দিলে ২নং ও ৩নং বিবাদী শাহীন ও মনজুর আলম সহ অজ্ঞাতনামা ১৫ থেকে ২০জন ঘটনাস্থলে এসে জোরপূর্বক জাল ফেলে আমাদের সামনেই পুকুরের মাছ ধরে নিয়ে যায়। যার মূল্য আনুমানিক ১ লাখ টাকা। বাধা দিলে বিবাদীরা কোন কর্নপাত না করে উল্টো প্রাণনাশের হুমকি প্রদান করেছে’।
এ ঘটনায় বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লিয়াকত আলী বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।








































আপনার মতামত লিখুন :