News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২

টাকার কুমির নেতাদের বিভ্রান্তি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৫, ১০:১৩ পিএম টাকার কুমির নেতাদের বিভ্রান্তি

নারায়ণগঞ্জে বিগত ১৫ বছর দুই হাতে টাকা কামিয়ে 'টাকার কুমির' বনে যাওয়া নেতারা আওয়ামী লীগের লকডাউনে লাপাত্তা। দলের কর্মসূচি বাস্তবায়নে প্রকাশ্যে আসতে দেখা যায়নি তাদের। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরোনো ছবি, ভিনদেশী ছবি বা এআই ব্যবহার করে তৈরী করা এডিটেড ছবি/ভিডিও প্রচার করে বিভ্রান্তি ছড়িয়েছেন সপ্তাহব্যাপী। এতে বিভ্রান্ত হয়ে কিছুটা প্রভাব ফেলেছে জনমনে।

বৃহস্পতিবার ঢাকঢোল পিটিয়ে নামানো লকডাউন কর্মসূচীতে দেখা যায়নি আওয়ামী লীগের কাউকে। কেবল আগের রাতে যাত্রীবেশে একটি সিএনজিতে সামান্য আগুন আর আড়াইহাজার উপজেলায় কয়েকটি ককটেল বিষ্ফোরন ঘটিয়েছে চোরাগোপ্তা ভাবে। কোন কোন ক্ষেত্রে ভাসমান লোকজন ও কর্মীদের মাঠে নামিয়ে ঠেলে দিয়েছে ঝুকির মুখে। ৫ থেকে ১০ হাজার টাকার বিনিময়ে মিছিল আর ৫০ হাজার টাকার বিনিময়ে গাড়িতে অগ্নিসংযোগ করিয়েছে এদের দিয়ে। যার নেপথ্যে ছিলো টাকার কুমির বনে যাওয়া নেতারা।

সূত্র বলছে, জালকুড়িতে সিএনজিতে অগ্নিসংযোগের পেছনে ছিলো ওসমানদের ইন্ধন। তাদের অনুসারীরাই ঘটিয়েছে এই ঘটনা। অন্যদিকে আড়াইহাজারে ককটেল বিষ্ফোরন ঘটিয়েছে নজরুল ইসলাম বাবুর অনুসারীরা। উভয়েই এমপি পদে আসীন হয়ে শত কোটি টাকার মালিক হয়েছে। আর সেই অর্থ ব্যায় করছে নারায়ণগঞ্জকে অস্থিতিশীল করে তুলতে।

এদিকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পলাতক নেতারা নানান বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়াচ্ছে। যার মূল উদ্দেশ্য সাধারণ মানুষ, প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের বিভ্রান্ত করা। অধিকাংশ পলাতক থাকায় তাদের যেমন আইনের আওতায় আনতে পারছে না পুলিশ। আবার কোন কোন ক্ষেত্রে অর্থের বিনিময়ে ম্যানেজ করে নিরাপদে থাকার অভিযোগও উঠছে।

তবে এসব কাজে বিরক্ত ঝঞ্জাট এড়িয়ে থাকতে চাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা বলছেন দলকে ব্যবহার করে যারা টাকার কুমির হয়েছে, তারা আজ অস্থিতিশীল পরিস্থিতি তৈরী করে সাধারণ কর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছে। যেখানে সাধারণ কর্মীরা নিজ বাড়িতে থাকার সুযোগ পাচ্ছে, সেখানে তাদের ঝুকি বাড়ছে। নেতারা নিজেরা না নেমে কর্মীদের বিপদ বাড়াচ্ছে। অথচ অধিকাংশ সাধারণ নেতাকর্মী নিজ দলের কর্মসূচীর সাথেই নেই।

Islam's Group