News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২

নারায়ণগঞ্জ ৫ আসনে মাসুদের চ্যালেঞ্জে মাকসুদ ও মাঈনউদ্দিন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৫, ১০:১৭ পিএম নারায়ণগঞ্জ ৫ আসনে মাসুদের চ্যালেঞ্জে মাকসুদ ও মাঈনউদ্দিন

নারায়ণগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বন্দর উপজেলা পরিষদ ও মুছাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেন। তিনি নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি পদে থাকলেও নিজ দলের এমপি বিরুদ্ধে অবস্থানে বন্দর উপজেলা মানুষের বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি এবার নারায়ণগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বন্দরের সিটি কর্পোরেশন ও উপজেলা নির্বাচনী এলাকা গুছিয়ে ফেলেছেন জানিয়েছেন সমর্থকরা। এক

সোমবার বিএনপি নারায়ণগঞ্জের চারটি আসন সহ ২৩৭টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছেন। সেখানে নব্য যোগদানকারী মাসুদুজ্জামান মাসুদকে নারায়ণগঞ্জ-৫ আসনে প্রার্থীতা করা হয়েছে। এই ঘোষণার মাধ্যমে বন্দরের ভোট নিয়ে আবারো আলোচনা শুরু হয়েছে।

সাবেক এমপি আবুল কালামকে মনোনয়ন না দেয়ায় স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেনকে হিসাব কষছেন ভোটাররা। বিগত সময়ে ব্যবসায়ী এমপি হওয়ায় জনগণের নাকালের বাহিরে ছিলেন সেলিম ওসমান। তার পূণরাবৃত্তিতে আবারো ব্যবসায়ীকে বিএনপি মনোনয়ন নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে।

নারায়ণগঞ্জ-৫ শহর বন্দর আসনটি ভোটার সংখ্যা বন্দর উপজেলা বেশি রয়েছে। যার কারণে বন্দর থেকেই এক প্রার্থীকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এমপি করতে চায় জনগণ। যার কারণে এতদিন আবুল কালাম নিয়ে হিসাব নিলেও এবার নতুন করে আলোচনা এসেছেন মাকসুদ হোসেন চেয়ারম্যান। তার সাথে আলোচনা রয়েছেন প্রবীন রাজনীতিবিদ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলান মঈনুদ্দিন আহম্মেদ। ক্লিন ইমেজের এই নেতা এবার প্রকাশ্যে জামায়াতে দাড়িপাল্লা ভোট চেয়ে শহর-বন্দর চষে বেড়াচ্ছেন।

বন্দর একাধিক সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বন্দর ভোটে হিসাব নিকাশ রয়েছে। সাবেক এমপি আবুল কালাম ও মাকসুদ হোসেন চেয়ারম্যানকে নিয়ে ভোটের হিসাব ছিলো আলোচনায়। সেখানে আবুল কালামকে বদলে নব্য যোগদানকারী মাসুদুজ্জামান মাসুদকে মনোনীত করায় বন্দরে বেশিভাগ অংশ ভোটে পাল্লা ওজনে রয়েছে মাকসুদ চেয়ারম্যানের। বন্দর বিএনপিতে চারদিকে বিভাজনে রয়েছেন। মাসুদ সমর্থক নেতা-কর্মীদের সাথে এবার মূল ধারা রাজনীতিতে পালা বদলে রয়েছে হিসাব নিকাশ। কতটুকু ভোট নিজ ঘরে আনতে পারবে মাসুদুজ্জামান এখন প্রশ্ন সবার মুখে মুখে।

Islam's Group