ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর আইন ও মানবাধিকার সম্পাদক ও নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী বউ-জামাই চানাচুর কোম্পানীর চেয়ারম্যান আবুল কালাম মুন্সী সাহেব মঙ্গলবার বিকাল পৌনে ৬টায় মিনিটে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার সন্ধ্যায় এক শোক বার্তায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও সেক্রেটারি সুলতান মাহমুদ বলেন, তিনি ছিলেন দ্বীনের জন্য এক নিবেদিত প্রাণ ও দানবীর ব্যক্তি। অনেক কল্যাণমূলক কাজে তার অবদান ছিল উল্লেখ করার মত। তার ইন্তেকালে এক গুণগ্রাহীকে হারালো ইসলামী আন্দোলন। তিনি নারায়ণগঞ্জের সুপরিচিত বউ-জামাই চানাচুর কোম্পানির মালিক ছিলেন।
নেতৃদ্বয় আরও বলেন, তিনি আগামী জাতীয় সংসদ সদস্য নির্বাচনের বিভিন্ন কাজে সহযোগিতা করেছেন। তার অবদান ভুলার মত নয়। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তাদেরকে ছবরে জামিল দান করুন।








































আপনার মতামত লিখুন :