News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২

তরিকুল সুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৫, ০৮:৫৪ পিএম তরিকুল সুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবী

সম্প্রতি বাউল আবুল সরকারের বিতর্কিত কর্মকাণ্ডের পক্ষে নারায়ণগঞ্জে উস্কানিমূলক সমাবেশ ও আলেম-উলামাদের কটাক্ষ করার প্রতিবাদ এবং আইনশৃঙ্খলার অবনতি রোধকল্পে পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ উলামা পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসক মো. রায়হান কবিরের কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, নারায়ণগঞ্জ জেলার সর্বস্তরের ওলামায়ে কেরামের পক্ষ থেকে, গভীর উদ্বেগ ও ক্ষোভের সাথে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, সম্প্রতি বাউল আবুল সরকারের মহান আল্লাহ তাআলাকে নিয়ে অশ্রাব্য ভাষার ব্যবহার এবং ধর্ম অবমাননামূলক ও ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী বক্তব্যের কারণে সারা দেশের ধর্মপ্রাণ মুসলিম সমাজ বিক্ষুব্ধ ও প্রতিবাদমুখর।

এমন পরিস্থিতিতে সম্প্রতি নারায়ণগঞ্জের চাষাঢ়ায় একটি বিশেষ গোষ্ঠী উস্কানিমূলকভাবে তথাকথিত 'বাউলদের উপর হামলা'র প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছে। যে কর্মকাণ্ডের জন্য বাউল আবুল সরকার জনরোষের মুখে, সেই কর্মকাণ্ডের পক্ষে প্রকাশ্যে সমর্থন জানিয়ে নারায়ণগঞ্জে সমাবেশ করা স্থানীয় ধর্মপ্রাণ জনগণকে ক্ষুব্ধ করে তুলেছে।

এই সমাবেশে গণসংহতি নেতা তরিকুল সুজন নামে এক বক্তা নারায়ণগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ আলেম, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর ও নারায়ণগঞ্জ উলামা পরিষদের সভাপতি এবং ঐতিহাসিক ডিআইটি মসজিদের খতীব আল্লামা আব্দুল আউয়াল সাহেবের বিরুদ্ধে অত্যন্ত আপত্তিকর ও কটাক্ষমূলক মন্তব্য করেছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং ধর্মীয় বিদ্বেষমূলক।

যখন সারা দেশে মানুষ ধর্ম অবমাননার বিরুদ্ধে সোচ্চার, তখন নারায়ণগঞ্জের মতো একটি শান্তিপ্রিয় স্থানে উস্কানিমূলক বক্তব্য প্রদান এবং প্রকাশ্যে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো স্থানীয় শান্তি-শৃঙ্খলার মারাত্মক অবনতি ঘটাতে পারে।

তারা জেলা প্রশাসকের কাছে দাবী জানিয়ে বলেন, আপনার কাছে বিনীত অনুরোধ নারায়ণগঞ্জ জেলার শান্তি, সম্প্রীতি ও আইন-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আপনি যেন অতিসত্বর উস্কানিমূলক বক্তব্য প্রদানকারী গণসংহতি তরিকুল সুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। বাউল আবুল সরকারের বিতর্কিত কর্মকাণ্ডের পক্ষে বা ধর্মীয় উস্কানিমূলক কোনো প্রকার সমাবেশ, মানববন্ধন বা কার্যকলাপ নারায়ণগঞ্জ জেলায় যেন আর না হয়, সে বিষয়ে প্রশাসন কঠোর সতর্কতা জারি করে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এই ধরনের উস্কানিমূলক কার্যকলাপের ফলে নারায়ণগঞ্জে যদি কোনো বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তবে তার দায়ভার ও আইন-শৃঙ্খলার অবনতির সম্পূর্ণ দায় প্রশাসনকেই বহন করতে হবে। আমরা ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের এই অপচেষ্টার দায়ভার নিতে প্রস্তুত নই।

আমরা বিশ্বাস করি, আপনার সময়োপযোগী ও কঠোর পদক্ষেপের মাধ্যমে নারায়ণগঞ্জের সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় থাকবে।

উপস্থিত ছিলেন উলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতী জাকির হুসাইন কাসেমী, অর্থ সম্পাদক মুফতী মাহমুদুল হাসান কাসেমী, মুফতি আব্দুল গনী, প্রচার সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, মাওলানা বেলাল হুসাইন, মুফতী কাউসার আহমদ কাসেমী, মাওলানা রিয়াজুল ইসলাম ও মাওলানা মুহিব ইমতিয়াজ প্রমুখ।

Islam's Group