News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২

ঐক্যবদ্ধ বিএনপি মনোনয়নে ফাটল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৫, ১০:৩৭ পিএম ঐক্যবদ্ধ বিএনপি মনোনয়নে ফাটল

নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনয়ন নিয়ে মহানগর বিএনপিতে বিভাজন ছিলো নেতাদের মধ্যে। কিন্তু দলের মনোনীত হওয়ার ২৩ দিনের ব্যবধানে মহানগর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবের মধ্যে ফাটল দেখা দিয়েছে। দলীয় কর্মসূচীতে তাদের একত্রে দেখা গেলেও মনোনীত ও বঞ্চিত গ্রুপিয়ে দুইজনকে দু’ভাগে দেখা যাচ্ছে। যার ফলে তৃণমূল বিএনপি নেতাকর্মী সহ মহানগর থানা উপজেলা ইউনিয়ন থেকে ওয়ার্ডে ফাটল হয়ে পড়েছেন।

২০২২ সালের ১৩ সেপ্টেম্বর থেকে সাখাওয়াত হোসেন খান ও আবু আল ইউসুফ খান টিপুর যৌথ নেতৃত্বে দীর্ঘ তিন বছর বেশি সময় ধরে এক হাত ধরে রাজপথে সক্রিয় ছিলো মহানগর বিএনপি। এই তিন বছর ভিতরে সাখাওয়াত-টিপু মধ্যে একাধিক বিরোধ দেখা দিলেও মহানগর বিএনপি ব্যানারে একক প্ল্যাটফর্মে দেখা যায়নি। এমনকি নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি দলীয় মনোনয়ন পেতে সাখাওয়াত-টিপু একই সুরে দেখা গেছে রাজপথে ও দলের হাইকমান্ডে। কিন্তু গত ৩রা নভেম্বর মহানগর বিএনপি ভিতরে ও বাহিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি করেন দলের মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদকে নিয়ে।

চলতি বছরের ২২ সেপ্টেম্বর কেন্দ্রীয় বিএনপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দেন ১১নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মাসুদুজ্জামান মাসুদ। ওই সময়ে আহবায়ক সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর উপস্থিতিতে মহানগর বিএনপির ব্যানারে যোগদান অনুষ্ঠান নিয়ে আলোচিত ছিলো। মাত্র দেড় মাসের ব্যবধানে দলের মনোনয়ন পেয়ে চমক দেখিয়েছেন মাসুদুজ্জামান মাসুদ। এর আগেও তিনি তার বক্তব্যে দলের মনোনয়ন পাবেন এমন বার্তা দিয়েছিলেন তিনি। মহানগর বিএনপি আহবায়ক কমিটির বিভাজন মিটিয়ে এক কাতারে ঐক্যবদ্ধ রাজনীতি সক্রিয়তা বার্তা দিয়েছিলেন মাসুদুজ্জামান। এরপরও সাখাওয়াত-টিপু যৌথ ঐক্যবদ্ধ রাজনীতিতে মহানগর উপজেলা থানা ওয়ার্ড ভিত্তিতে মহানগর বিএনপি ঐক্যবদ্ধ ছিলো।

এরপরও সাবেক এমপি আবুল কালাম, মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা, সদস্য আমিনুর ইসলাম মিঠু ও আওলাদ হোসেন আলাদা প্ল্যাটফর্মে রাজনীতিতে মাসুদুজ্জামান ও সাখাওয়াত-টিপুদের টনক নড়ে। এক পর্যায়ে সাখাওয়াত হোসেন সহ মনোনয়ন বঞ্চিতদের মনমালিন্য অবস্থা রেখেই মাসুদুজ্জামানের পক্ষে যান টিপু। এতে করে গত পাচঁ ছয়দিন যাবৎ মহানগর বিএনপি ফাটলের রূপ দেখা মিলেছে। পাশাপাশি বহিস্কৃত এটিএম কামাল, আতাউর রহমান মুকুল, গোলাম নবী মুরাদ, হান্নান সরকার ও সুলতান আহম্মেদের বহিস্কারাদেশ করে বিএনপি। তাদের প্রত্যাহারে পিছনে মাসুদুজ্জামান সুপারিশ রয়েছে এমন খবর গুঞ্জন রয়েছে। ইতোমধ্যে মাসুদুজ্জামানকে নিয়ে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে দেখা গেছে টিপুকে। যার কারণে আহবায়ক সাখাওয়াত ও সদস্য সচিব টিপুর মধ্যে ফাটল মিটতে পারে বিএনপি চূড়ান্ত প্রার্থী ঘোষনা মাধ্যমে এমনতা জানিয়েছেন তৃনমূল নেতা-কর্মীরা।

Islam's Group